Kora Language: বিলুপ্তপ্রায় স্বীকৃতি ইউনেস্কোর! বীরভূমের সেই ভাষার তথ্যচিত্রই এবার স্থান পেল কানাডায়, প্রশংসিত ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে

Last Updated:

বীরভূমের বিলুপ্তপ্রায় এক ভাষার তথ্যচিত্র পৌঁছে গেল কানাডার ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে

+
কোঁড়া

কোঁড়া জনজাতির মানুষজন

বীরভূম: অনেক ধরনের ভাষা প্রায় বিপন্ন। আর সেইসব ভাষাগুলির মধ্যে বিলুপ্তপ্রায় কোঁড়া ভাষাকে বাঁচাতে বিশেষ উদ্যোগ। সদ্য এই ভাষা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র নির্মাণ করেছেন বিশ্বভারতীর প্রাক্তন পড়ুয়া-সহ সহযোগীরা। ‘গোট ফিস স্নেক স্প্যারো’ নামক তথ্যচিত্রটিতে প্রথম হিসাবেই স্বীকৃতি মিলেছে কানাডার ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে। সম্প্রতি, কোঁড়া জনজাতির একজন প্রবীণ মানুষ প্রয়াত হন, তাঁর সঙ্গে হারিয়ে গিয়েছে বেশ কয়েকটি শব্দও। ঠিক যেমন প্রতি ঘণ্টায় পৃথিবীতে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা ও একাধিক শব্দ। তেমনই কোঁড়া ভাষাকে বিলুপ্তপ্রায় ভাষা হিসাবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
বোলপুরে কোপাই নদী সংলগ্ন কমলাকান্তপুর গ্রামেই কোঁড়া জনজাতির বসবাস।কোঁড়া ভাষার কোন হরফ বা লিপি নেই। পাশাপাশি নতুন প্রজন্ম বর্তমানে বাংলা ভাষাতেই পড়াশোনা করে। ফলে চর্চার অভাবে নিশ্চিতভাবে বিপন্ন প্রায় এই ভাষা।সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে বসা এই ভাষাকে নিয়েই শান্তিনিকেতনে এসে প্রায় পাঁচ মাস ধরে গবেষণা শুরু করে মুম্বইয়ের বাসিন্দা অভ্রদীপ গঙ্গোপাধ্যায়। যিনি তথ্যচিত্রটির প্রযোজক। সোয়েব আজম, অর্ক দে-সহ অন্যরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন। উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই মুহুর্তে ভারতবর্ষে প্রায় ১৯৭টি বিপন্ন প্রায় ভাষা।
advertisement
advertisement
পাঁচটি সম্পূর্ণ বিলুপ্ত ভাষা। জাতিসংঘের চিহ্নিত করা বিলুপ্তপ্রায় ভাষাগুলির মধ্যে অন্যতম এই কোঁড়া ভাষা। এই ভাষার আরও কয়েকটি নাম কোরালি, কোডা, কোরে প্রভৃতি। বোলপুর শান্তিনিকেতন কোপাই নদী সংলগ্ন কমলাকান্তপুর গ্রামে প্রায় ৫০টি, কোঁড়া জনজাতি পরিবারের বসবাস। বর্তমানে গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই কোঁড়া ভাষায় কথা বলতে পারে না। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শেখেইনি এই ভাষা। কারণ তাঁরা প্রাথমিক স্তর থেকে উচ্চ-বিদ্যালয়, কলেজে বাংলা ভাষা নিয়েই পড়াশোনা করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজেদের ভাষায় সাংস্কৃতিক উৎসব তেমন হয়ই না। তাই চর্চা কমেছে দিন দিন। গ্রামের ছাত্র ছাত্রীরা বলেন, “নতুন প্রজন্ম বাংলা নিয়েই পড়াশোনা করে, কথা বলে, চর্চা করে। তাই হারিয়ে যাচ্ছে এই ভাষা।” গ্রামের বাসিন্দারা বলেন, “আমরা এই ভাষাতেই কথা বলি। কিন্তু, ছেলেমেয়েরা বলতে পারে না। আমরা চেষ্টা করছি ভাষাটাকে বাঁচিয়ে রাখার। অন্যদিকে পরিচালক জানান, “তথ্যচিত্রটির মূল উদ্দেশ্য হারিয়ে যেতে বসা এই কোঁড়া ভাষাকে বাঁচানো। তথ্যচিত্রটি স্থান পেয়েছে সূদুর কানাডার ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে।” আগামী প্রজন্মের কাছে এই ভাষা বাঁচিয়ে রাখতে এই যে প্রয়াস সেটা কতটা সাফল্য আনতে পারে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kora Language: বিলুপ্তপ্রায় স্বীকৃতি ইউনেস্কোর! বীরভূমের সেই ভাষার তথ্যচিত্রই এবার স্থান পেল কানাডায়, প্রশংসিত ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement