National Flag: জেলাশাসকের এক পদক্ষেপ হাসি ফোটাবে তাঁত শিল্পীদের মুখে, স্বাধীনতা দিবসেই হাতেনাতে মিলবে ফলাফল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
জেলাশাসকের উদ্যোগে বীরভূমে এই প্রথম তৈরি হচ্ছে মসলিন কাপড়ের জাতীয় পতাকা
বীরভূম: ভারতবর্ষের গৌরব এবং ঐতিহ্য বজায় রাখতে ও ধরে রাখতে দেশের গৌরবের উপর এবার ভরসা রাখল বীরভূম জেলা প্রশাসন। জিআই সার্টিফিকেট পাওয়া মসলিন দিয়ে এবার তৈরি হবে ভারতের জাতীয় পতাকা। যে পতাকা আগামী স্বাধীনতা দিবসে উড়বে জেলার সব প্রশাসনিক দফতরে। বীরভূম জেলার সমস্ত বাড়িতে উড়বে বীরভূমের মসলিন তীর্থে তৈরি পতাকা। আর হস্তচালিত তাঁত যন্ত্র চালিয়ে সেই ভারতের তিরঙ্গা পতাকার উদ্বোধন করলেন বীরভূম জেলাশাসক বিধান রায়।
২০১৮ সালে মসলিন জিআই সার্টিফিকেট পায়। তখন থেকেই জেলার খাদির উদ্যোগে তৈরি হওয়া সিউড়ির মসলিন তীর্থের নামকরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।জেলাশাসক বিধান রায় জানান, “মুখ্যমন্ত্রী বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে দিয়ে দেশের সম্মান ফেরাতে চাইছেন। তিনিই মসলিন তীর্থের নামকরণ করেছেন। জেলায় উৎপাদিত পতাকা দিয়ে স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস-সহ বিভিন্ন উৎসবে এখানকার তৈরি পতাকা উত্তোলিত হবে। আগে প্রশাসনিক চাহিদা মিটিয়ে বাজারেও তা দেওয়া হবে। কারণ খাদির তৈরি এক কাপড়ের এই জাতীয় পতাকা আলাদা গৌরবের প্রতীক।”
advertisement
advertisement
জেলা শিল্প দফতরের জেলা আধিকারিক সৌমেন দত্ত জানান, “জেলাশাসক খুবই উদ্যোগী। তিনি বাজারে জাতীয় পতাকার চাহিদার সমীক্ষা করতে বলেন। সেই চাহিদা মত এক কাপড়ের খাদির পতাকা তৈরি হবে। সেই মত আমাদের তাঁত যন্ত্র বাড়ানো হবে বলে জেলাশাসক জানিয়েছেন।”
advertisement
অন্যদিকে তাঁত শিল্পীরা জানাচ্ছেন, জেলাশাসকের এই উদ্যোগ সত্যি অনেকটাই ভাল। আগামী স্বাধীনতা দিবসে এই পতাকা আকাশে উড়বে। অনেক বরাত পাওয়া যাবে এবং উপার্জন আগের থেকে অনেকটাই ভাল হবে এই কথা ভেবে তারা খুশি।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
National Flag: জেলাশাসকের এক পদক্ষেপ হাসি ফোটাবে তাঁত শিল্পীদের মুখে, স্বাধীনতা দিবসেই হাতেনাতে মিলবে ফলাফল