Arambagh Incident: ফেসবুক বন্ধুর সঙ্গে গাড়িতে উঠল দুই যুবতী, বোনের সামনেই দিদির সর্বনাশ! আরামবাগে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুভদীপ ঘোষ, আরামবাগ: ফেসবুক বন্ধুর সঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়ে সর্বনাশ দুই বোনের৷ গাড়ির ভিতরেই বোনের সামনে ধর্ষণ করা হল দিদিকে৷ শ্লীলতাহানি করা হয় বোনেরও৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগে৷ ইতিমধ্যেই এই ঘটনায় তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনও পলাতক তাঁদের এক সঙ্গী৷
জানা গিয়েছে নির্যাতিতা ওই যুবতী আরামবাগের গৌহাটি মোড় এলাকার বাসিন্দা৷ আরামবাগ থানায় তাঁর মায়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় কেনাকাটা করতে বেরিয়েছিল দুই বোন। রাস্তায় ওই দুই যুবতীর সঙ্গে তাঁদের ফেসবুক বন্ধু এক যুবকের দেখা হয়। তার সঙ্গে একটি গাড়িতে আরও তিনজন ছিল। নির্যাতিতার মায়ের দাবি, দুই বোনকে তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় ওই যুবক। প্রথমে রাজি না হলেও পরে ওই গাড়িতে করে ওই যুবকদের সঙ্গে ঘুরতে যান দুই যুবতী।
advertisement
অভিযোগ, এর পর গাড়ির ভিতরেই দুই বোনের উপরে অত্যাচার শুরু করে ওই চার যুবক৷ বার বার ধর্ষণ করা হয় একজন যুবতীকে৷ দিদিকে ধর্ষণ করার পাশাপাশি বোনেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷
advertisement
এ দিকে রাত পর্যন্ত মেয়েরা না ফেরায় এবং তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে আরামবাগ থানার দ্বারস্থ হন ওই দুই যুবতীর মা৷ অভিযোগ পেয়েই দ্রুত দুই যুবতীর খোঁজ শুরু করে পুলিশ৷ তাঁদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পূর্ব বর্ধমানের একলক্ষ্মী এলাকা থেকে দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ৷নির্যাতিতা দুই বোনই জানিয়েছেন, গাড়ির ভিতরে জোর করে তাঁদের মদ খাইয়ে অত্যাচার চালায় অভিযুক্তরা৷
advertisement
শুক্রবার মারুফুদ্দিন সহ বাকিদের বিরুদ্ধে আরামবাগথানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা৷ এর পরই আরামবাগের নৈসরাই এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিন যুবককে৷ যদিও ধৃত যুবকদের পাল্টা দাবি, ওই দুই বোন তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন৷ সেই টাকা না দেওয়ায় মিথ্যে অভিযোগ করে তাঁদের ফাঁসানো হচ্ছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arambagh Incident: ফেসবুক বন্ধুর সঙ্গে গাড়িতে উঠল দুই যুবতী, বোনের সামনেই দিদির সর্বনাশ! আরামবাগে ভয়ঙ্কর কাণ্ড