Road Accident: মোটরবাইকে চড়ে কাজে যাওয়ার পথে এমন ভয়াবহ দুর্ঘটনা! ভেবেই উঠতে পারছে না পরিবার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের
মুর্শিদাবাদ: ইট ভাটায় ও কাপড়ের দোকানে কাজ করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার সুলতানপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই জনের নাম হাজিকুল বিশ্বাস ও মুরসালিম শেখ। হাজিকুল ডোমকলের জুগিনদা কামারপাড়া এলাকার বাসিন্দা এবং মুরসালিম শেখের বাড়ি জুগিনদা মিয়াখারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মুরসালিম শেখ একটি মোটরবাইকে করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন নাবালক হাজিকুল বিশ্বাস, যে কাপড়ের দোকানে কাজ করতে যাচ্ছিল। কিন্তু মাথায় ছিল না হেলমেট। আর পথেই সুলতানপুর এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ৪০৭ বোলেরো গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। আর তখনই ধাক্কা লেগে ছিটকে পড়ে দু’জনই। আর তার পড়েই গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে যান।
advertisement
advertisement
স্থানীয়রা তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি ও চালককে আটক করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবার পরিজনের কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনার পর শোকস্তবদ্ধ গোটা এলাকা। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে হবে পরিবারের সদস্যদের হাতে বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 12:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মোটরবাইকে চড়ে কাজে যাওয়ার পথে এমন ভয়াবহ দুর্ঘটনা! ভেবেই উঠতে পারছে না পরিবার

