ঘুগনি রান্না হচ্ছিল 'মিড ডে' মিলে, হঠাৎ 'বিকট' শব্দে কেঁপে উঠল স্কুল! প্রেশার কুকার ফেটে...ভয়ঙ্কর দুর্ঘটনা!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rahi Haldar
Last Updated:
প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জী জানান, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান দুই মহিলা আহত হয়েছেন। প্রেসার কুকার বার্স্ট করার ফলে রান্নার গ্যাসটিও নষ্ট হয়ে গেছে।
হুগলি: স্কুলে প্রেসার কুকারে চলছিল মিড ডে মিলের (Mid-day meal) রান্না। সেই সময় ঘটে বিপত্তি! প্রেসার কুকার ফেটে স্কুলের মধ্যেই আহত ২ মিড ডে মিল কর্মী! ঘটনাটি পান্ডুয়া শান্তিনগর বিবেকানন্দ জিএসএসএফপি প্রাথমিক স্কুলের। আহত দুই মিড ডে মিল কর্মী মিলি দত্ত ও আরতি লোহার চিকিৎসাধীন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।
স্কুল সূত্রে খবর, প্রতিদিনের মতন স্কুল চলছিল, সঙ্গে চলছিল মিড ডে মিলের রান্না। যে প্রেসার কুকার বিস্ফোরণ করে বিপত্তি হয়েছে সেই প্রেসার কুকারেই প্রতিদিন রান্না হয়। আজ ঘুগনি করার জন্য মটর শুটি সিদ্ধ করার কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দ করে বার্স্ট করে প্রেসার কুকারটি। রান্নার জায়গায় এই সময় উপস্থিত ছিলেন মিলি দত্ত ও আরতী লোহার নামের দুই মিডডে মিল কর্মী। তাঁরাই গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনের মুখ ও হাতের বেশ কিছু অংশ বিস্ফোরণের তাপে পুড়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁদের নিয়ে আসেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জী জানান, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান দুই মহিলা আহত হয়েছেন। প্রেসার কুকার বার্স্ট করার ফলে রান্নার গ্যাসটিও নষ্ট হয়ে গেছে। বাকি অন্য কর্মীদের কিছু হয়নি। সমস্ত ছাত্রছাত্রী সকলেই সুরক্ষিত। যে দুই জন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 3:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুগনি রান্না হচ্ছিল 'মিড ডে' মিলে, হঠাৎ 'বিকট' শব্দে কেঁপে উঠল স্কুল! প্রেশার কুকার ফেটে...ভয়ঙ্কর দুর্ঘটনা!