ঘুগনি রান্না হচ্ছিল 'মিড ডে' মিলে, হঠাৎ 'বিকট' শব্দে কেঁপে উঠল স্কুল! প্রেশার কুকার ফেটে...ভয়ঙ্কর দুর্ঘটনা!

Last Updated:

প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জী জানান, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান দুই মহিলা আহত হয়েছেন। প্রেসার কুকার বার্স্ট করার ফলে রান্নার গ্যাসটিও নষ্ট হয়ে গেছে।

মিড ডে মিলে ঘুগনি রান্না করতে গিয়ে প্রেসার কুকার বার্স্ট! আহত দুই মিড ডে মিল কর্মী
মিড ডে মিলে ঘুগনি রান্না করতে গিয়ে প্রেসার কুকার বার্স্ট! আহত দুই মিড ডে মিল কর্মী
হুগলি: স্কুলে প্রেসার কুকারে চলছিল মিড ডে মিলের (Mid-day meal) রান্না। সেই সময় ঘটে বিপত্তি! প্রেসার কুকার ফেটে স্কুলের মধ্যেই আহত ২ মিড ডে মিল কর্মী! ঘটনাটি পান্ডুয়া শান্তিনগর বিবেকানন্দ জিএসএসএফপি প্রাথমিক স্কুলের। আহত দুই মিড ডে মিল কর্মী মিলি দত্ত ও আরতি লোহার চিকিৎসাধীন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।
স্কুল সূত্রে খবর, প্রতিদিনের মতন স্কুল চলছিল, সঙ্গে চলছিল মিড ডে মিলের রান্না। যে প্রেসার কুকার বিস্ফোরণ করে বিপত্তি হয়েছে সেই প্রেসার কুকারেই প্রতিদিন রান্না হয়। আজ ঘুগনি করার জন্য মটর শুটি সিদ্ধ করার কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দ করে বার্স্ট করে প্রেসার কুকারটি। রান্নার জায়গায় এই সময় উপস্থিত ছিলেন মিলি দত্ত ও আরতী লোহার নামের দুই মিডডে মিল কর্মী। তাঁরাই গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনের মুখ ও হাতের বেশ কিছু অংশ বিস্ফোরণের তাপে পুড়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁদের নিয়ে আসেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জী জানান, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে দেখতে পান দুই মহিলা আহত হয়েছেন। প্রেসার কুকার বার্স্ট করার ফলে রান্নার গ্যাসটিও নষ্ট হয়ে গেছে। বাকি অন্য কর্মীদের কিছু হয়নি। সমস্ত ছাত্রছাত্রী সকলেই সুরক্ষিত। যে দুই জন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুগনি রান্না হচ্ছিল 'মিড ডে' মিলে, হঠাৎ 'বিকট' শব্দে কেঁপে উঠল স্কুল! প্রেশার কুকার ফেটে...ভয়ঙ্কর দুর্ঘটনা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement