Death News: জল ছেড়েছিল কংসাবতী নদী... তাতেই তলিয়ে গেল দু-জন! এ কী সর্বনাশ হল?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অতি বৃষ্টিতে ঝাড়গ্রামে কংসাবতী নদীতে দুই ব্যক্তি তলিয়ে গেছেন, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে. মুকুটমণিপুর জলাধার থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়ার ফলে এই দুর্ঘটনা ঘটে.
দুর্গাপুর: কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে ভিন জায়গায় তলিয়ে গেলেন দুই ব্যক্তি। এখনও পর্যন্ত দু’জনেই নিখোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এজন্য মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ মাইকিং ও সতর্কতামূলক প্রচারও করে। দুটি আলাদা আলাদা জায়গা থেকে ফের কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বুধবার দুপুরে মানিকপাড়ার বড়বাড়ি এলাকায় স্নান করতে নেমে পুকুরে ডুবে যান এক যুবক। আজ সকালে ভেসে ওঠে ওই যুবকের দেহ। মানিকপাড়া বিড হাউসের পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
advertisement
advertisement
অপর ঘটনাটি মানিকপাড়ার দুর্গাপুর এলাকায়। বিকালে ওই ব্যক্তি নদীতে নেমেছিলেন তারপর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য এক সপ্তাহের মধ্যে দু’বার কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। সবমিলিয়ে ঝাড়গ্রামে এমন ঘটনা চারটি। স্থানীয়দের অভিযোগ নদীতে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের বিষয়টির উপর নজর দেওয়া উচিত।।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: জল ছেড়েছিল কংসাবতী নদী... তাতেই তলিয়ে গেল দু-জন! এ কী সর্বনাশ হল?