চা খেয়ে আর ফেরা হল না! দ্রুতগতিতে ছুটে এল গাড়ি, তারপর...! মর্মান্তিক পরিণতি ২ যুবকের
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Road Accident: ঘাতক চারচাকা গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথঃ চারচাকা গাড়ির সঙ্গে স্কুটির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু রোড সংলগ্ন ঘোষপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত দুই যুবকের নাম বিভাস গোলদার ও পলাশ সরকার। বিভাস গোলদারের বাড়ি পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। তাঁর বয়স আনুমানিক ৩৪ বছর। অন্যদিকে পলাশ সরকার নবদ্বীপ থানার সরকারপাড়ার আমবাগান এলাকার বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে বিভাস ও পলাশ একটি স্কুটিতে করে চা খেতে গৌরাঙ্গ সেতু রোডে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কৃষ্ণনগরগামী একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিভাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
আরও পড়ুনঃ মাদক কিনতে বাড়ির রেশন বিক্রি! হাতেনাতে পাকড়াও যুবক, তারপর…! জলপাইগুড়িতে যা ঘটল
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ পলাশকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গৌরাঙ্গ সেতু সংলগ্ন নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের পর দিন অসতর্কভাবে গাড়ি চালানোর প্রবণতা যেন বেড়েই চলেছে। সেই কারণে জেলাজুড়ে একের পর এক পথ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসনের একাধিকবার সতর্কমূলক অভিযানের পরেও বেশ কিছু গাড়ি চালকের হুঁশ ফিরছে না। আজ এই পথ দুর্ঘটনারই শিকার হলেন দুই যুবক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 5:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চা খেয়ে আর ফেরা হল না! দ্রুতগতিতে ছুটে এল গাড়ি, তারপর...! মর্মান্তিক পরিণতি ২ যুবকের