মাদক কিনতে বাড়ির রেশন বিক্রি! হাতেনাতে পাকড়াও যুবক, তারপর...! জলপাইগুড়িতে যা ঘটল
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jalpaiguri News: বাড়ির ৩ সদস্যের বিনামূল্যে পাওয়া সরকারি রেশন দু'শো টাকায় বিক্রি করে দিয়েছিলেন ওই যুবক
জলপাইগুড়ি, শান্তনু করঃ মাদকের নেশা করবেন বলে বিক্রি করে দিয়েছিলেন পরিবারের রেশন। জলপাইগুড়ির স্টেশন রোডে হাতেহাতে পাকড়াও যুবক। ইতিমধ্যেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার যুবকরা।
জানা যাচ্ছে, বাড়ির ৩ সদস্যের বিনামূল্যে পাওয়া সরকারি রেশন দু’শো টাকায় বিক্রি করে দিয়েছিলেন ওই যুবক। এরপর সেই টাকা দিয়ে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে মাদক কিনতে আসেন তিনি। তখনই পাড়া পাহারার দায়িত্বে থাকা যুবকদের নজরে পড়ে যান রশিদুল মহম্মদ।
আরও পড়ুনঃ পথকুকুর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ! পুরনিগমের উদ্যোগে শহরের রাস্তায় কমতে পারে চারপেয়েদের দাপট
রশিদুল পিলখানা কলোনি এলাকার বাসিন্দা। ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে মাদক কিনতে এসে পাড়া পাহারার দায়িত্বে থাকা যুবকদের নজরে পড়ে যান তিনি। দু’জন পালিয়ে গেলেও ধরা পড়ে যান রশিদুল। মারধর দিয়ে হাঁটিয়ে কোতয়ালী থানায় নিয়ে গিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেন এলাকার যুবকরা।
advertisement
advertisement
উল্লেখ্য, ব্রাউন সুগার বা বিএস-এর কারবারের কারণে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড ও সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট হতে বসেছে বলে অভিযোগ। গত শনিবার পাড়ায় সমাধান শিবিরে ব্রাউন সুগার কেনাবেচা বন্ধের দাবিতে সরব হয়েছিলেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন ২ নম্বর ঘুমটি, নতুন পাড়া, ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দারা।
advertisement
সম্প্রতি নিজেরাই ‘অ্যাকশনে’ নামেন। আর্থ মুভার্স এনে দুই মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। ব্রাউন সুগার কিনতে এসে হাতেনাতে আটকও হন পাঁচ মাদকাসক্ত। মারধর করে তাঁদের কোতয়ালী থানার পুলিশের হাতে তুলে দেন এলাকা পাহারার দায়িত্ব পাওয়া বাহিনীর সদস্যরা। এবার বাড়ির রেশন বিক্রি করে মাদক কিনতে আসা রশিদুলকেও পুলিশের হাতে তুলে দিলেন এলাকার যুবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 4:51 PM IST