মর্মান্তিক...! পুকুরে পা দিতেই সব শেষ! শাশুড়ি-বউমার জোড়া মৃত্যুতে শোক-হাহাকার পরিবারে
Last Updated:
দেউলীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা৷ একই বাড়িতে শাশুড়ি বৌমা দু'জনের মৃত্যু হয়েছে জলে ডুবে ৷
হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দেউলী৷ এই দেউলীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা৷ একই বাড়িতে শাশুড়ি বৌমা দু’জনের মৃত্যু হয়েছে জলে ডুবে ৷ যানা যায়, ভেণ্ডি তুলতে গিয়েছিল বছর ২১-র বৌমা রাখি মণ্ডল৷ পুকুরের কাঠের ঘাটে হাত পা ধুতে গিয়েছিল সেখানেই পা স্লিপ করে জলে ডুবে যায় বৌমা ৷
স্বামী বিশাল মণ্ডলের সঙ্গে এক বছর আগে তাদের বিয়ে হয়৷ তখন বৌমার চিৎকারে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন ৬০-এর শ্বাশুড়ি ষষ্ঠী মন্ডল৷ বৌমাকে বাঁচাতে গেলে দু’জনই একসঙ্গে তলিয়ে যান পুকুরে৷ সূত্র মারফত জানা যায়, যে শাশুড়ি এবং বৌমা দু’জন কেউই সাঁতার জানতেন না৷
advertisement
advertisement
অনেক খোঁজাখুঁজির পরে দু’জনকে কোথাও পাওয়া না গেলে এলাকার মানুষের সন্দেহ হয় পুকুরের জাল ফেলা হয় তখনই জালে বেঁধে ওঠে দুটি ডেট বডি এমনটা জানিয়েছেন এলাকার মানুষ শচীন মণ্ডল বাবু মণ্ডল ও রিঙ্কু মন্ডল৷ সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন, ওই মৃত পরিবারের পাশে তিনি সর্বদা আছেন যা কিছু সাহায্য করার তিমি করবেন৷
advertisement
ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে ডেড বডি উদ্ধার করে৷ নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে৷ এখান থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷ জোড়া মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া ৷
advertisement
অনুপম সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 3:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মর্মান্তিক...! পুকুরে পা দিতেই সব শেষ! শাশুড়ি-বউমার জোড়া মৃত্যুতে শোক-হাহাকার পরিবারে