#কালনা: পাট কাটা হয়ে গিয়েছে। সেই পাট মাথায় করে বয়ে এবার ঘরে নিয়ে যাওয়ার পালা। বুধবার সেই কাজই করছিলেন কালনার মেদগাছির রিয়াজুল সেখ (৪৩)। হঠাৎ সব শেষ। বজ্রাঘাতে মৃত্যু হল রিয়াজুলের। কালনায় পৃথক দুটি বাজ পড়ার ঘটনায় মৃত দুই। এঁদের একজন রিয়াজুল৷ অপরজন কালনা থানার অন্তর্গত সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলের বাসিন্দা নবকুমার ঘোষ(৫২)
বুধবার দুপুরে রিয়াজুল খরিনান এলাকায় পাটের জমি থেকে পাট বওয়ার কাজ করছিলেন। তখনই মাঠের মধ্যে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নবকুমার ঘোষও হাটবেলে এলাকায় ধানের জমিতে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বাজ পড়ে। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- মোদির "ডিপি বদলান" ডাকে সাড়া রাহুল গান্ধির! চমকে দেওয়া প্রোফাইল পিকচার পোস্ট
আরও পড়ুন- দিল্লিতে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোদি! বাড়ল বিজেপির অস্বস্তি
পূর্ব বর্ধমানের মেমারিতেও বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল মৃত্যু হয়েছে ৩ জনের।
শরদিন্দু ঘোষনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Rain Thunderstorm