Rahul Gandhi DP Change: মোদির "ডিপি বদলান" ডাকে সাড়া রাহুল গান্ধির! চমকে দেওয়া প্রোফাইল পিকচার পোস্ট

Last Updated:

75th Independence Day: প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও নিজের ট্যুইটার প্রোফাইল পিকচার পরিবর্তন করে পোস্ট করেছেন, “বিজয় বিশ্ব তিরঙ্গা প্যায়ারা, ঝাণ্ডা উঁচা রহে হামারা।”

Rahul Gandhi
Rahul Gandhi
#নয়াদিল্লি: ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হর ঘর তিরঙ্গা’ উদযাপনের অংশ হিসাবে সকলকে ‘ডিপি’ বদলানোর ডাক দিয়েছেন। মোদির ডাকে সাড়া দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি! নিজের ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন রাহুল। তবে এখানেই রয়েছে চমক! রাহুল গান্ধির নতুন প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, হাতে তাঁর ভারতের জাতীয় পতাকা। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী সাদা-কালো রঙে এবং জাতীয় পতাকাটি রঙিন।
“তেরঙ্গা দেশের গর্ব। তা প্রতিটি নাগরিকের হৃদয়ে রয়েছে,” হিন্দিতে ট্যুইট করেছেন রাহুল গান্ধি। তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও নিজের ট্যুইটার প্রোফাইল পিকচার পরিবর্তন করে পোস্ট করেছেন, “বিজয় বিশ্ব তিরঙ্গা প্যায়ারা, ঝাণ্ডা উঁচা রহে হামারা।”
advertisement
advertisement
advertisement
‘হর ঘর তিরঙ্গা’ উদযাপনের অংশ হিসাবে কেন্দ্র সরকার সকল নাগরিকদের ২ থেকে ১৫ অগাস্ট নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার হিসেবে জাতীয় পতাকার ছবি ব্যবহার করতে বলেছে।
“আজ একটি বিশেষ ২ অগাস্ট। আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছি। আমাদের জাতি ‘হর ঘর তিরঙ্গা’র জন্য প্রস্তুত। এটি আমাদের ত্রিবর্ণ পতাকার উদযাপনের জন্য একটি সম্মিলিত আন্দোলন। আমি আমার ডিপি পরিবর্তন করেছি। সোশ্যাল মিডিয়া পেজ এবং আপনাদের সকলকেই ডিপি বদলানোর জন্য অনুরোধ করছি,” গতকাল ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি জাতীয় পতাকার নকশা তৈরির নেপথ্যের শিল্পী পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। অনেক সাংসদই আজ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লিতে লাল কেল্লা থেকে শুরু হওয়া একটি বাইক র‍্যালিতে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানের অংশ হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর লাল কেল্লা থেকে বাইকে চড়েছিলেন।
advertisement
“বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং তরুণ নেতারা একত্রিত হয়ে ঐতিহাসিক লাল কেল্লা থেকে বাইক র‍্যালি শুরু করেছিলেন। এটি “আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের স্মরণ করার উদ্যোগ। আজাদি কা অমৃত মহোৎসব জাতির ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে এবং ভারতের গৌরব বাড়াতে কাজ করবে,” বলেন অনুরাগ ঠাকুর।
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi DP Change: মোদির "ডিপি বদলান" ডাকে সাড়া রাহুল গান্ধির! চমকে দেওয়া প্রোফাইল পিকচার পোস্ট
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement