76 year Old Man Rapes Minor: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ ৭৬-এর বৃদ্ধের! ১০ টাকা দিয়ে ধর্ষিতাকে বাড়িতে পাঠাল অভিযুক্ত

Last Updated:

Minor Girl Raped: নাবালিকাকে কুঞ্জরাম ১০ টাকা দিয়ে প্রলোভন দেখায় এবং নিজের বাড়িতে ডাকে। সেখানে কিশোরীকে নিজে ধর্ষণ করার পর কুঞ্জরাম রমেশকে ফোন করে।

#রায়পুর: ১০ টাকা দিয়ে ১৩ বছর বয়সী কিশোরীকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করলেন ৭৬ বছরের প্রৌঢ়! এখানেই শেষ নয়। মধ্য ছত্তিশগড়ের বলোদা বাজার জেলার ওই প্রৌঢ় নিজে নাবালিকাকে ধর্ষণ করার পর নিজের বছর ৪৭-এর বন্ধুকে কিশোরীকে ধর্ষণ করার জন্য আমন্ত্রণ জানান! বর্বরোচিত এই ঘটনায় পুলিশ রবিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বলোদা বাজারের পুলিশ সুপার দীপক ঝা জানিয়েছেন, ধর্ষিতা নাবালিকার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার দুই ব্যক্তি, কুঞ্জরাম ভার্মা (৭৬) এবং রমেশ ভার্মা (৪৭)-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকাকে কুঞ্জরাম ১০ টাকা দিয়ে প্রলোভন দেখায় এবং নিজের বাড়িতে ডাকে। সেখানে কিশোরীকে নিজে ধর্ষণ করার পর কুঞ্জরাম রমেশকে ফোন করে। পুলিশকে নাবালিকা জানিয়েছে, দু’জনেই তাঁকে তিনবার ধর্ষণ করেছে।
advertisement
advertisement
“কুঞ্জরাম একা থাকতেন এবং প্রতিবার নাবালিকাকে ১০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়িতে ডাকতেন। এলাকার একটি মুদি দোকানের মালিক রমেশের সঙ্গে মিলে নাবালিকাকে ধর্ষণ করেন তিনি,” বলেন দীপক ঝা।
শনিবার ধর্ষিতার পাড়ার এক মহিলা কিশোরীকে কুঞ্জরামের বাড়ি থেকে বের হতে দেখেন। ওই মহিলা কিশোরীর মাকে সতর্ক করেন। পরে মা তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। “মেয়েটি পুলিশের কাছে এসে পেটে ব্যথা এবং বমির হওয়ার কথা জানায়। তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সোমবার তাঁকে ছেড়েও দেওয়া হয়,” বলেন  দীপক ঝা।
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
76 year Old Man Rapes Minor: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ ৭৬-এর বৃদ্ধের! ১০ টাকা দিয়ে ধর্ষিতাকে বাড়িতে পাঠাল অভিযুক্ত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement