Monkey killed in Japan : মানুষের বাচ্চা চুরির সাজা! গুলি করে হত্যা জাপানের বিরল প্রজাতির বাঁদরকে

Last Updated:

Japanese macaque monkey caught and killed in Yamaguchi. অতিরিক্ত বাঁদরামির ফল! জাপানে গুলি করে মারা হল আক্রমণকারী ম্যাকাক বাঁদরকে

বিরল প্রজাতির জাপানি ম্যাকাক বাঁদর
বিরল প্রজাতির জাপানি ম্যাকাক বাঁদর
#ইয়ামাগুচি: সাধারণত তারা মানুষকে খুব একটা বিরক্ত করে না। কিন্তু শেষ কয়েক মাস তাদের চালচলন এবং ব্যবহার একেবারে বদলে গিয়েছিল। মানুষের বাচ্চা নিয়ে চলে যাচ্ছিল গাছের উপর। মহিলাদের পেছন থেকে আক্রমণ করছিল যখন তখন। এরকম ব্যবহারে পরিবর্তনের কারণ নিয়ে দ্বিধায় পড়েছেন বিজ্ঞানীরা। জাপানের একটি শহরে বাসিন্দাদের ওপর একের পর হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করা ‘সন্ত্রাসী বানরদলের’ একটিকে পাকড়াও করা হয়েছে।
আরও পড়ুন - Balochistan : অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা ! ভারতের সাহায্য প্রার্থনা বালুচ নেত্রীর
প্রথমে অচেতন করার পরে বানরটিকে মেরে ফেলা হয়। সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জাপানি ম্যাকাক প্রজাতির ওই বানর দলের আক্রমণে ইয়ামাগুচি শহরে কয়েক সপ্তাহের মধ্যেই কমপক্ষে ৫০ জনের মতো মানুষ আহত হয়েছেন। ম্যাকাক বানর জাপানের অনেক অংশেই দেখা যায়। ঘরবাড়িতে ঢোকা ও ফলমূল চুরি করার কারণে অনেকে তাদের উপদ্রব মনে করে।
advertisement
তবে ইয়ামাগুচি শহরের মতো এতগুলো হামলার ঘটনা অস্বাভাবিক। বেশিরভাগ আক্রমণই অবশ্য খামচি ও হালকা কামড়ের।প্রথমে শিশু ও নারীদের ওপর আক্রমণের পর বানরগুলো বৃদ্ধসহ প্রাপ্তবয়স্ক পুরুষদেরও হামলা করা শুরু করে। এর পর পুলিশ কর্তৃপক্ষ তাদের দমনে মাঠে নামে। তাতেও তাদের উপদ্রব কমেনি। পুলিশের অভিযানের মধ্যে পুরুষ একটি বানরকে মঙ্গলবার একটি বিদ্যালয়ের মাঠে দেখা যায়।
advertisement
advertisement
advertisement
এসময় প্রশিক্ষিত শিকারীরা একে ধরে ফেলেন। বানরটিকে প্রথমে ওষুধ দিয়ে অচেতন করা হয়। এরপর যাচাই করে দেখা যায় সেটি গত কয়েক সপ্তাহে বাসিন্দাদের ওপর আক্রমণ চালানো বানরের একটি। হিংস্র হয়ে ওঠার কারণে পরে একে মেরে ফেলা হয়।
জাপানে একসময় ম্যাকাক প্রজাতির বানরের সংখ্যা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এদের সংখ্যা আবার বেড়ে গেছে। তবে এই বাঁদরকে মারা হলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভবিষ্যতে বাঁদরের হাত থেকে বাঁচতে মানুষের কি কি করা উচিত। চোখে চোখ রাখতে বারণ, নিজেকে যত বড় সম্ভব করে দেখানো এবং অবশ্যই হাতে লাঠি রাখা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Monkey killed in Japan : মানুষের বাচ্চা চুরির সাজা! গুলি করে হত্যা জাপানের বিরল প্রজাতির বাঁদরকে
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement