Electrocution Death: হাইটেনশন লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মীর মৃত্যু, জখম আর‌ও তিন

Last Updated:

Electrocution Death: হাইটেনশন লাইনে বিদ্যুতের একটি খুঁটি লাগানোর কাজ করছিলেন। সেই সময় ভুলবশত ওই খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ হয়ে যায়। তাতেই তড়িতাহত হয়ে পাঁচ ঠিকাকর্মী গুরুতর জখম হন

মৃত দুই বিদ্যুৎ কর্মী
মৃত দুই বিদ্যুৎ কর্মী
দক্ষিণ ২৪ পরগনা: হাই টেনশন লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ঠিকাকর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যান্য দিনের মতো এদিন সকালেও একসঙ্গে কাজে বেরিয়েছিলেন জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া নিচ গ্রামের পাঁচ যুবক। এঁরা সকলেই বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী। শুক্রবার সকালে তাঁরা ধামুয়া শ্যামপুর এলাকায় হাইটেনশন লাইনে বিদ্যুতের একটি খুঁটি লাগানোর কাজ করছিলেন। সেই সময় ভুলবশত ওই খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ হয়ে যায়। তাতেই তড়িতাহত হয়ে ওই পাঁচ ঠিকাকর্মী গুরুতর জখম হন। এলাকার মানুষজন এগিয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ঠ ঠিকাকর্মীদের চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, সালমাতুল লস্কর ও মেরেরাজ মণ্ডল নামে দুই ঠিকাকর্মীর মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
বাকি তিনজনের চিকিৎসা ওখানেই হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া নিচ গ্রামে। গ্রামবাসীরা আহত ও মৃত ঠিকাকর্মীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় তাঁরা এই ক্ষতিপূরণের দাবি তোলেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocution Death: হাইটেনশন লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মীর মৃত্যু, জখম আর‌ও তিন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement