Jute Cultivation: বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির বিপুল ঘাটতি, মাঠেই রোদে পুড়ছে পাটগাছ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jute Cultivation: ভারী বৃষ্টি না হওয়ার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা। মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী তন্তু জাতীয় ফসল হল পাট। জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে
মুর্শিদাবাদ: বৃষ্টির দেখা নেই, মাঠেই রোদে পুড়ছে পাট গাছ। বহু বাধা পেরিয়ে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকে পড়লেও সেভাবে বৃষ্টি হচ্ছে না। জুন মাসে প্রায় ৭০ শতাংশ বৃষ্টির ঘাটতি আছে বলে আবহবিদরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে বৃষ্টির অভাবে মাথায় হাত পাট চাষিদের। বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তাঁরা।
ভারী বৃষ্টি না হওয়ার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা। মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী তন্তু জাতীয় ফসল হল পাট। মুর্শিদাবাদ জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে। একাধিক চাষি নির্ভর করেন পাট চাষের উপর। এদিকে পাট চাষে প্রয়োজন পর্যাপ্ত জল। কিন্তু আষাঢ় মাস পড়ে গেলেও ভারী বর্ষণ না হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলার পাট চাষিরা।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে বহরমপুর, জঙ্গিপুর মহকুমা এমনকি হরিহরপাড়া এলাকায় পাটচাষ করে থাকেন পাট চাষিরা। হরিহরপাড়া থানার হোসেনপুর, দস্তুরপাড়া, শ্রীহরিপুর, চোঁয়া, ট্যাংরামারি সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়। কিন্তু বৃষ্টি না হওয়ায় জেরে চরম সঙ্কটে পাট চাষিরা। সারাদিনে তিন-চারবার করে জমিতে সেচ দিয়েও গাছ বাঁচানো সম্ভব হচ্ছে না। গত বছরও সময়ে বৃষ্টি না হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল চাষিদের। এবছরে তীব্র গরম অন্যদিকে জুন মাসে বৃষ্টির ঘাটতি সেই একই পরিস্থিতি ফিরিয়ে আনতে চলেছে। এই পরিস্থিতিতে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে আছেন জেলার পাট চাষিরা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Cultivation: বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির বিপুল ঘাটতি, মাঠেই রোদে পুড়ছে পাটগাছ