Purulia News: ধ্বংসের পথে হাজার বছরের ইতিহাস! আগাছায় ঢেকেছে মন্দির, সৌন্দর্য্য হারাচ্ছে পুরুলিয়ার দেউল ঘাটা

Last Updated:

দুঃখের বিষয় দেউল ঘাটার উন্নয়নের ব্যাপারে আজ পর্যন্ত প্রশাসন সেভাবে দৃষ্টি  দেয়নি। অথচ আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দেউল ঘাটা মন্দির দেখার জন্য আসেন। 

+
ধ্বংসের

ধ্বংসের পথে হাজার বছরের ইতিহাস! আগাছায় ঢেকেছে মন্দির, সৌন্দর্য্য হারাচ্ছে পুরুলিয়ার দেউল ঘাটা

পুরুলিয়া: লাল মাটির জেলা পুরুলিয়ার আনাচে-কানাচে রয়েছে নানান ঐতিহ্যবাহী নিদর্শন। তার মধ্যে অন্যতম দেউল ঘাটা। সারা বছরই এই মন্দিরেদূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা লেগে থাকে। পুরুলিয়ার আড়সা ব্লকের কংসাবতী নদীর পাড়ে অবস্থিত এই দেউল ঘাটা মন্দির।
প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস বহন করে আসছে এই দেউলঘাটা মন্দির। আদতে জৈন মন্দির হলেও এখানে জৈন , বৌদ্ধ ও হিন্দুদের নিদর্শন বিদ্যমান। ঐতিহ্যবাহী এই মন্দিরের পুরাতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেসৌন্দর্য হারাচ্ছে পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্য দেউল ঘাটা।
advertisement
advertisement
এই বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , জঙ্গলমহলের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এই দেউল ঘাটা। প্রাচীন কাল থেকে এই জায়গায়কে পর্যটন কেন্দ্র হিসাবেই সবাই জেনে এসেছে। কিন্তুু দুঃখের বিষয় দেউল ঘাটার উন্নয়নের ব্যাপারে আজপর্যন্ত প্রশাসনসেভাবে দৃষ্টি দেয়নি। অথচ আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে মানুষএই দেউল ঘাটা মন্দির দেখার জন্য আসেন।
advertisement
জঞ্জালে ভরা রাস্তা ঘাট , নেই লাইট , সংস্কার করা হয় না মন্দিরের , না আছে অন্যান্য ব্যবস্থা। তাই বহু মানুষ দেউলঘাটা বেড়াতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। প্রশাসনের কাছে স্থানীয়রা দাবি করেন,অতিসত্বর এর সংস্কার করা হোক ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হোক। দেউল ঘাটার সৌন্দর্যায়ন বৃদ্ধি হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। ফলে যারা এই মন্দিরের উপর নির্ভর করে রুটি-রুজির যোগান করছে তাদেরও কিছুটা আর্থিক উন্নতি হবে।
advertisement
দেউলঘাটায় প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় হয়ে থাকে। অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা বহু পর্যটক এই মন্দিরে অন্তত একবার ঢুঁ মেরে যান। অনেক সময় এখানে সিনেমার শুটিংও হয়। তবে আগামী দিনে এই মন্দিরের পরিকাঠামোর উন্নতি হলে যেমন পর্যটকের সংখ্যা বাড়বে , তেমনইএলাকার মানুষদের কর্মসংস্থান বাড়বে বলে মনে করা হচ্ছে।‌
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ধ্বংসের পথে হাজার বছরের ইতিহাস! আগাছায় ঢেকেছে মন্দির, সৌন্দর্য্য হারাচ্ছে পুরুলিয়ার দেউল ঘাটা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement