Hooghly News: ভরা মরশুমে ক্ষোভে ফুঁসছেন গড় মান্দারনে বেড়াতে আসা পর্যটকরা! কেন? আপনিও যাবেন ভাবছেন? তার আগে জানুন

Last Updated:

Hooghly News:ঢেলে সাজানো হয়েছিল হুগলির আরামবাগের অন্যতম পর্যটন কেন্দ্র গড়মান্দারণকে। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেই পর্যটন কেন্দ্রের বেহাল অবস্থা।

+
গড়

গড় মন্দারণ পর্যটন কেন্দ্র

হুগলি: ঢেলে সাজানো হয়েছিল হুগলির আরামবাগের অন্যতম পর্যটন কেন্দ্র গড়মান্দারণকে। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেই পর্যটন কেন্দ্রের বেহাল অবস্থা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। মহিলা ও পুরুষদের ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল শৌচাগার কিন্তু পর্যটনের ভরা মরশুমে সেই শৌচাগার তালা বন্ধ ! এমনই পরিস্থিতিতে হতাশ পর্যটকরা।
বছর শেষে শীতকাল মানেই মন চায় পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করতে। সেই রকমই এক জায়গা আরামবাগের গড়মান্দারণ। হুগলি জেলা পরিষদের তরফ থেকে কয়েক কোটি টাকা খরচ করে ঢেলে সাজানো হয়েছিল গড়মান্দারন পর্যটনকেন্দ্রকে। কিন্তু সেখানেই পর্যটনের মরশুমে পর্যটকরা হতাশ। একদিকে চারিদিকে ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা। তার মধ্যেই চলছে আবারও পিকনিক।
advertisement
advertisement
পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা অভিযোগ করছে, এই বছর থেকে পর্যটন কেন্দ্রের বিভিন্ন ক্ষেত্রের যে মূল্য তা বাড়ানো হয়েছে। গাড়ি পার্কিংয়ের চার্জ বাড়ানো হয়েছে, পিকনিক স্পটের চার্জ বাড়ানো হয়েছে। কিন্তু তার বদলে যে পরিষেবা পাওয়ার কথা, সেই পরিষেবা পাওয়া যাচ্ছে না।
advertisement
সবথেকে সমস্যায় পড়ছেন মহিলারা। কারণ যে শৌচাগার তৈরি করা হয়েছিল তার একটি বন্ধ। অন্যটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পর্যটন কেন্দ্রে এসে একাধিক ক্ষভ উগরে দিচ্ছেন পর্যটকরা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ভরা মরশুমে ক্ষোভে ফুঁসছেন গড় মান্দারনে বেড়াতে আসা পর্যটকরা! কেন? আপনিও যাবেন ভাবছেন? তার আগে জানুন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement