Train Cancellation: পুজোর মুখে পর পর বহু ট্রেন বাতিল, বেড়ানোর প্ল্যানিং থাকলে দুর্ভোগে পড়তে পারেন, রইল সম্পূর্ণ তালিকা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Train Cancellation: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত। ২২ সেপ্টেম্বর সোমবার থেকে ২৮ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে।
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত। রেলের তরফ থেকে জানান হয়েছে ২২ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।”
আগামী ২৬ ও ২৮ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৮ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। টাটানগর-আসানসোল-বরাভূম সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/ ১৮০২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২৩,২৫,২৬ ও ২৮ সেপ্টেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে।
advertisement
আরও পড়ুনঃ দমদমে ক্রাউডপুলার ৫ প্যান্ডেল, কোন পুজোর এবারে কী থিম, জেনে নিন এক ক্লিকে
গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ২২,২৬ ও ২৮ সেপ্টেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের। আগামী ২২ ও ২৫ সেপ্টেম্বর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহালয়া থেকে দশমী পর্যন্ত চলবে মহোৎসব! দিঘার জগন্নাথ ধামে কী কী চমক পর্যটকদের অপেক্ষায়? জানুন
বিলম্বে যাত্রাপথ, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ২৮ সেপ্টেম্বর বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে। আগামী ২২ ও ২৫ সেপ্টেম্বর বিলম্বে যাত্রাপথ করবে খড়গপুর-খড়গপুর।খড়গপুর থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 1:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Cancellation: পুজোর মুখে পর পর বহু ট্রেন বাতিল, বেড়ানোর প্ল্যানিং থাকলে দুর্ভোগে পড়তে পারেন, রইল সম্পূর্ণ তালিকা