২ মাস পর অবশেষে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল শুরু, খুশি নিত্যযাত্রীরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এতদিন কৃষ্ণপুর পর্যন্ত চলছিল ট্রেন।
#মুর্শিদাবাদ: ২ মাস ৭ দিন পর অবশেষে লালগোলা পর্যন্ত শুরু হল ট্রেন চলাচল। নাগরিকত্ব বিলের প্রতিবাদে স্টেশনে আগুন-ভাঙচুর চালানো হয়। একাধিক ট্রেনে আগুনও লাগিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। তারপরই বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এরপর রেল দপ্তরের তৎপরতায় ট্রেন চলাচল শুরু হলেও লালগোলা পর্যন্ত ট্রেন যাচ্ছিল না। শনিবার থেকে আগের সময় অনুসারে আবার শুরু হয় ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই খুশি লালগোলা থেকে বহরমপুর মানুষজন।
মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ রেলপথের ওপরই নির্ভরশীল। নিত্যযাত্রী থেকে রেলহকার সাবই খুশি! ডিসেম্বর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় পর্যটনের ওপরেও এর প্রভাব পড়ে। রেল হকার সুকুমার হালদার বলেন, 'ট্রেন চলাচল না করায় আমাদের বাসে করে যাতায়াত করতে হচ্ছিল। কাজের ক্ষতি হচ্ছিল। ট্রেন চলাচল শুরু হাওয়াই খুশি।' চাকরিজীবী সুজয় কুন্ডু বলেন, 'নাগরিকত্ব বিলের প্রতিবাদে যেভাবে স্টেশনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয় তাতে খুবই ক্ষতিগ্রস্ত হয় লালগোলা স্টেশন। রেল দপ্তর অতি দ্রুততার সঙ্গে কাজ করে আবার স্বাভাবিক করতে পেরেছে তার জন্য রেল দপ্তরকে ধন্যবাদ জানাতে হয়।'
advertisement
প্রাক্তন রেল প্রতিমন্ত্রী ও সাংসদ অধীর চৌধুরী বলেন, স্টেশনে আগুন, হোটেল পুরিয়ে দেয়া হলেও কারোর নামে কোনও অভিযোগ দায়ের করেনি রাজ্য সরকার। ট্রেন চলাচল যাতে স্বাভাবিক হয় তার জন্য রেল দপ্তরের কাছে বারে বারে অনুরোধ করেছিলাম। মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভরশীল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2020 3:49 PM IST