Train service suspended: ৪ দিন বন্ধ শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল, হাজার হাজার যাত্রীর জন্য যে বড় খবর দিল রেল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ। শিয়ালদহ-ডানকুনি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। বালিঘাট থেকে বালিহল্টের মাঝে ৯৫ বছরের প্রাচীন রেল ওভারব্রিজের গার্ডার পরিবর্তন করা হবে। এর জেরেই প্রায় ১০০ ঘণ্টা বন্ধ রাখা হবে ট্রেন চলাচল।
কলকাতা: ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ। শিয়ালদহ-ডানকুনি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। বালিঘাট থেকে বালিহল্টের মাঝে ৯৫ বছরের প্রাচীন রেল ওভারব্রিজের গার্ডার পরিবর্তন করা হবে। এর জেরেই প্রায় ১০০ ঘণ্টা বন্ধ রাখা হবে ট্রেন চলাচল।
সোমবার শিয়ালদহের ডিআরএম দীপক নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন ব্রিজের মেরামতির প্রয়োজন।
advertisement
সেই মর্মেই ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। ফলে, টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি মধ্য রাত থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত দমদম-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বদলে দেওয়া হয়েছে দমদম-নৈহাটি লোকালের রুট। এছাড়াও, রুট বদল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার এক্সপ্রেসেরও। উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে এই দুটি এক্সপ্রেস।
advertisement
একইসঙ্গে বাতিল করা হয়েছে বেশকিছু দুরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে কলকাতা-পটনা গরিবরথ, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস-সহ মোট ১৭টি দুরপাল্লার ট্রেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 9:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train service suspended: ৪ দিন বন্ধ শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল, হাজার হাজার যাত্রীর জন্য যে বড় খবর দিল রেল...