Burdwan Accident: নতুন বছরের প্রথম আলোয় বিষাদের ছায়া, হঠাৎই বিকট শব্দ...! ১৯ নং জাতীয় সড়কে নিঃশেষ গোটা পরিবার

Last Updated:

East Bardhaman News: নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানে। ১৯ নং জাতীয় সড়কের জোতরাম এলাকায় একটি গ্যাসের ট্যাঙ্কারের পিছনে চারচাকা গাড়ির ধাক্কা। মৃত্যু হল বাবা, মা, ছেলের।

বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানে
বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানে
শক্তিগড়, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: নতুন বছরের প্রথমে যখন আনন্দ আর উৎসবে মেতে ওঠার কথা ছিল, ঠিক তখনই এক নিস্তব্ধ হাহাকার নেমে এল এক পরিবারে। ১৯ নম্বর জাতীয় সড়কের জোতরাম এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তিনটি প্রদীপ।
বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমানে। মৃত্যু হল বাবা, মা, ছেলের। ১৯ নং জাতীয় সড়কের জোতরাম এলাকায় একটি গ্যাসের ট্যাঙ্কারের পিছনে চারচাকা গাড়ির ধাক্কা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ১। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ।মৃতরা হলেন রেজিনা খাতুন, শেখ মহম্মদ মুরশেদ, শেখ শানোয়াজ। মৃতরা সকলে একই পরিবারের সদস্য এবং দুর্গাপুরের সিটিসেন্টার এলাকার বাসিন্দা। আহত চালক সাহেব মুন্সী।
advertisement
আরও পড়ুনঃ বছরের প্রথম দিন মনস্কামনা পূরণ! দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে উপচে পড়া ভিড়! রামকৃষ্ণদেবের কল্পতরু লীলা শুনলে গায়ে কাঁটা দেবে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা অভিমুখী গ্যাস ট্যাঙ্কারটির পিছনে দুর্গাপুর থেকে কলকাতাগামী চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং ট্যাঙ্কারের পিছনে আটকে যায় গাড়িটি। বেশ কিছুটা যাওয়ার পর স্থানীয়রা দাঁড় করায় ট্যাঙ্কারটিকে। ঘটনায় চারচাকা গাড়িতে থাকা চালক-সহ ৪ জন গুরুতরভাবে জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক চিকিৎসাধীন। ছেলে শেখ শানোয়াজ মুম্বইয়ে কর্মরত। সম্ভবত ছেলেকে কলকাতা বিমানবন্দরে গাড়ি করে ছাড়তে যাচ্ছিলেন মা-বাবা। দুর্ঘটনায় মৃত্যু হয় মা-বাবার ছেলে তিনজনেরই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিছানায় বসে সুখটান! বিড়ির আগুনে জ্বলে উঠল কম্বল, বছর শেষের রাতে পুড়ে মৃত্যু প্রৌঢ়ের
কীভাবে ঘটল দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শী শেখ সবর আলী বলেন, ‘হঠাৎই একটি শব্দ শুনতে পেয়ে দেখি একটি ট্যাঙ্কারের পিছনে চারচাকা গাড়িতে ধাক্কা মেরে আটকে গিয়েছে। ট্যাঙ্কারটির চালক সম্ভবত বুঝতে পারেননি। আমরা হাত দেখিয়ে ট্যাঙ্কারটিকে দাঁড় করাই এবং পুলিশকে খবর দি। দরজা ভেঙে উদ্ধার করা হয় আহতদের।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এডিশনাল ট্রাফিক সুরজিৎ কুমার দে বলেন, যতটা জানা গিয়েছে, গাড়িটি দুর্গাপুরে বেনাচিতি দিক থেকে কলকাতায় যাচ্ছিল। ট্যাঙ্কারটি যাচ্ছিল তার পিছনে গিয়ে চার চাকা গাড়িতে ধাক্কা মারে। দুজন পুরুষ এবং একজন মহিলা মারা গিয়েছে। চালক চিকিৎসাধীন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Accident: নতুন বছরের প্রথম আলোয় বিষাদের ছায়া, হঠাৎই বিকট শব্দ...! ১৯ নং জাতীয় সড়কে নিঃশেষ গোটা পরিবার
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement