Kalpataru Utsav 2026: বছরের প্রথম দিন মনস্কামনা পূরণ! দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে উপচে পড়া ভিড়! রামকৃষ্ণদেবের কল্পতরু লীলা শুনলে গায়ে কাঁটা দেবে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Kalpataru Utsav 2026: ১লা জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসব পালন করা হল। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনদিন ধরে চলবে হোম যজ্ঞের অনুষ্ঠান।
advertisement
advertisement
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক৷" এর পর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম হয় কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রম মন্দিরে।
advertisement
advertisement
advertisement
advertisement
তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন। আর, তাঁর প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন, ওই স্পর্শে তাঁদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণ দেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলে, শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস। যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)









