Murshidabad News: বিছানায় বসে সুখটান! বিড়ির আগুনে জ্বলে উঠল কম্বল, বছর শেষের রাতে পুড়ে মৃত্যু প্রৌঢ়ের
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: প্রচণ্ড ঠান্ডায় ঘর থেকে বের হতে না পেরে বিছানায় বসে বিড়ি ধরিয়েছিলেন এক ব্যক্তি। বিড়ির আগুন থেকে বিছানায় ধরে গেল আগুন। বছর শেষের রাতে পুড়ে মৃত্যু প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার লক্ষ্মীকান্তপুর গ্রামে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্রবল ঠান্ডায় কাঁপছে বঙ্গ। আর প্রচণ্ড ঠান্ডায় ঘর থেকে বের হতে না পেরে বিছানায় বসে বিড়ি ধরিয়েছিলেন এক ব্যক্তি। আর তার থেকেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ মতিলাল শেখ (৫৬)। বিড়ির আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। তাতেই পুড়ে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার লক্ষ্মীকান্তপুর গ্রামে।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতোই বিড়ি ধরিয়ে ছিলেন মতিলাল। কিন্তু এদিন এমন ঘটে যাবে কল্পনাও করেননি। অগ্নিকাণ্ডের ঘটনা টের পাননি পরিবারের কেউই। প্রৌঢ়ের চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। অগ্নিদগ্ধ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
আরও পড়ুনঃ পকেট ডায়েরি থেকে ব্রিটিশ ক্যালেন্ডার! ১৯৫৭ সালের নিউ ইয়ারের স্মৃতি আগলে গ্রন্থাগারিক, দুষ্প্রাপ্য সামগ্রীতে ঠাসা সংগ্রহশালা
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই প্রৌঢ় মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতের খাওয়া-দাওয়ার পর বিছানার উপরে বসে বিড়ি ধরিয়েছিলেন। কখন বিড়ির আগুন বিছানায় পড়েছে তিনি বুঝতেও পারেননি। যখন কম্বলে আগুন ধরে গিয়েছে তখন তিনি চিৎকার শুরু করেন। তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে ওই রাতেই তার মৃত্যু হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে। বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও পুলিশ জানিয়েছে, বিড়ি ধরাতে গিয়েই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 01, 2026 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিছানায় বসে সুখটান! বিড়ির আগুনে জ্বলে উঠল কম্বল, বছর শেষের রাতে পুড়ে মৃত্যু প্রৌঢ়ের








