Nadia News: শবদাহ করে ফেরার পথে শববাহী গাড়ি উল্টে মৃত্যু হল দুজনের, আহত ৩৫

Last Updated:

এই ঘটনায় গাড়ির চালক সহ আরও ৩৫ জন শবযাত্রী জখম হয়েছেন

শক্তিনগর জেলা হাসপাতাল
শক্তিনগর জেলা হাসপাতাল
নদিয়া: শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২, আহত ৩৫। শবদাহ করে ফেরার পথে শববাহী গাড়ি উল্টে মৃত্যু হল দুজনের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালী থানার অন্তর্গত দে পাড়া এলাকায়। এই ঘটনায় গাড়ির চালক সহ আরও ৩৫ জন শবযাত্রী জখম হয়েছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ, পাঁচ জন মহিলা। ছয় জনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানরিত করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার বাড়িতে মৃত্যু হয় হাঁসখালির হলদি পাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের (৬৫)। সাতটা নাগাদ তার মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেয় পরিবারের লোকজন। রাত একটা নাগাদ ফেরার সময় দে পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় মৃত শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল (৩২) ও তার মামী শ্বাশুড়ি কাজল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা চালক সহ ২৯ জন জখম হন। কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে। প্রশাসনের একাধিকবার সচেতন বার্তা দেওয়া সত্ত্বেও হুঁশ ফিরছে না বেশ কিছু গাড়ি চালকদের। কখনও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, কখনও বা সঠিক নিয়ম অর্থাৎ ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো দিনের পর দিন অভ্যাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের যেই কারণেই সামান্য কিছু ভুলের জন্য হারাতে হচ্ছে একের পর এক প্রাণ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শবদাহ করে ফেরার পথে শববাহী গাড়ি উল্টে মৃত্যু হল দুজনের, আহত ৩৫
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement