জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে গর্ত! অপেক্ষায় না থেকে সমাধান করে দিলেন ট্রাফিক পুলিশ
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শান্তিপুর পাঁচপোতা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। প্রতিদিন অসংখ্য বাইক, প্রাইভেট কার, বাস ও লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তায় যত্রতত্র গর্ত থাকার ফলে বিপদ ঘটছিল
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের উপর দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কের বেহাল দশা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে গর্ত। চলাফেরা করতে গিয়ে বিপদে পড়ছে মানুষজন। এই অবস্থায় এগিয়ে এলেন এক ট্রাফিক পুলিশ। তাঁর মানবিক উদ্যোগে বেরিয়ে এল সাময়িক সমাধান।
নদিয়া জেলার শান্তিপুর পাঁচপোতা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। প্রতিদিন অসংখ্য বাইক, প্রাইভেট কার, বাস ও লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এদিকে জাতীয় সড়ক মানেই দুরন্ত গতিতে গাড়ি ছুটে যাওয়ার দৃশ্যের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু এখানে জাতীয় সড়কের উপর অজস্র গর্ত থাকায় একদিকে গাড়ির গতি যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। বিশেষ করে রাতে এই বিপদ বহুগুণ বেড়ে যায়। প্রশাসনিক তৎপরতা ছাড়া এমন বিপদ এড়ানো কঠিন হলেও শেষ পর্যন্ত সাময়িক স্বস্তি এনে দিলেন শান্তিপুর ট্রাফিকের ওসি দীপক শিকদার।
advertisement
আরও পড়ুন: বেতর বন্দরের কথা জানেন? ছিল এই বাংলার বুকেই, দেখতে আসতে হবে এখানকার পুজোয়
স্থানীয় সূত্রে খবর, তিনি নিজ উদ্যোগে রাস্তার ধারে পড়ে থাকা পিচ মাখানো খোয়া দিয়ে জাতীয় সড়কের গর্তগুলো আংশিকভাবে ভরাট করে দিয়েছেন। এর ফলে ওই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ কিছুটা হলেও নিরাপদ হয়েছে। যদিও এই বিষয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। জানা গিয়েছে, এটি তাঁর একান্তই ব্যক্তিগত উদ্যোগ। পথচারীরা এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সিসি ক্যামেরা, ফায়ার সেফটি থেকে মোবাইল ভ্যান! বারুইপুরে পুজোয় পুলিশের ত্রিস্তরীয় পরিকল্পনা
তবে সবারই মত, সাময়িক এই ব্যবস্থা যথেষ্ট নয়। পথচারী ও যাত্রীরা দাবি তুলেছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেন দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে এই রাস্তা পূর্ণ সংস্কারের ব্যবস্থা নেয়। কারণ সদ্য নির্মিত এই জাতীয় সড়কের অধিকাংশ জায়গাতেই গর্ত হয়ে গিয়েছে। রাতে এই সমস্ত গর্ত মারণ ফাঁদে পরিণত হয়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 9:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে গর্ত! অপেক্ষায় না থেকে সমাধান করে দিলেন ট্রাফিক পুলিশ