Durga Puja 2025: জৌলুস কমলেও বজায় নিষ্ঠা, জঙ্গলমহলে এই পরিবারের দুর্গাপুজোর বয়স পেরিয়েছে পাঁচ শতক

Last Updated:

Durga Puja 2025: সাড়ে পাঁচ শত বছর আগে থেকেই জঙ্গলমহলে হয় দুর্গাপুজো। জঙ্গলমহলের বিনপুরের হাড়দার পাল পরিবারে হয় পুজো। 

+
হাড়দা

হাড়দা গ্রামের পাল বাড়ির দুর্গা প্রতিমা

বিনপুর, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে জঙ্গলমহলে হয়ে দুর্গাপুজো। আপনি জানেন, কোথায় হয় এই পুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনপুরের হাড়দার পাল পরিবারে প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। এটি রাজাদের পুজো নয়, সাধারণ একটি বাড়ির পুজো। পালবাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। ৮৮০ বঙ্গাব্দে হাড়দা গ্রামে বাস করতেন রাম ও লক্ষণ নামে দুই ভাই। সে সময় তারা মাটির হাঁড়ি কুড়ি বানাতেন। সেগুলিকে গরুর গাড়িতে করে বিক্রি করতেন গ্রামে গ্রামে। আর মাটির হাঁড়ি কুড়ি বানাতে প্রয়োজন হয় জ্বালানি কাঠের।
আরও পড়ুন : কিশোরের হাতে তৈরি প্রতিমায় শুরু হয়েছিল শারদো‍ৎসব, উলুবেড়িয়ায় এই বনেদি পরিবারের পুজো পা দিল ১৩০ তম বছরে
এই দুই ভাই মিলে ভদ্রাসনে মা দুর্গা ও মা কালীর পুজো শুরু করেন। সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা। পরবর্তীতে দুই ভাই ও আলাদা হয়ে যান। এর ফলে আলাদা আলাদা ভাবেই পূজিতা হন দেবী দুর্গা ও মা কালী।এক ভাইয়ের পরিবারের লোকজন হাড়দায় বসবাস করেই পুজো করে আসছেন দেবী দুর্গার। অন্যদিকে অপর ভাইয়ের পরিবারের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন। এ বছরও পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়েছে। এই বছর ৫৫৩ বছরে পড়েছে পালবাড়ির পুজো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই মায়ের আরাধনাতে মেতে ওঠেন গোটা পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জৌলুস কমলেও বজায় নিষ্ঠা, জঙ্গলমহলে এই পরিবারের দুর্গাপুজোর বয়স পেরিয়েছে পাঁচ শতক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement