Bonedi Barir Pujo: পুজোয় শিকড়ের টানে ফিরে যাওয়ার সুযোগ! মিস করা যাবে না ইছামতীর তীরে ১৯৩ বছরের প্রাচীন ঐতিহ্যের দে বাড়ির দুর্গোৎসব
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
দশমীর বিসর্জনের দিনও সম্প্রীতির রঙ ছড়িয়ে পড়ে। ইছামতির ঘাটে সিঁদুরখেলা আর বিজয়ার প্রণাম এক অনন্য ছবি আঁকে।
বসিরহাট, জুলফিকার মোল্যা: ইছামতীর তীরে ১৯৩ বছরের প্রাচীন ঐতিহ্যের দে বাড়ির দুর্গোৎসব। বসিরহাট মহকুমার বুক চিরে বয়ে চলেছে ইছামতি নদী। নদীর কলতানে আজও ভেসে আসে কত শত কাহিনী। সেই নদীর পাড়েই ভারত-বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতলায় দে বাড়ির দুর্গোৎসব আজ পদার্পণ করেছে ১৯৩ বছরে।
পূর্বপুরুষ নরহরি পোদ্দার স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘট পুজোর সূচনা করেছিলেন। পরে আবার স্বপ্নাদেশ পেয়ে ঘটপুজো রূপ নেয় মৃন্ময়ী দুর্গার পুজোয়। সীমান্তে কাঁটাতার টানা, সময় বদলের স্রোত—তবু প্রথা-আচার থেমে যায়নি। পুজোর ক’দিন হিন্দু-মুসলিম নির্বিশেষে মিলনের ছবি ধরা দেয় এই বাড়িতে।
advertisement
advertisement
পুরনো রীতি মেনে এখনও চলে বলি প্রথা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত আখ, চাল, কুমড়ো দিয়ে প্রতীকী বলি হয়। তবে নবমীর দিনে বিশেষভাবে একটি গোটা কুমড়োর ভেতর আলতা ভরে, ফল দিয়ে বানানো হয় মানবপ্রতিকৃতি। সেটিই বলি দেওয়ার পর সেই কুমড়ো থেকে নিঃসৃত আলতা সকলের কপালে তিলক হিসেবে পরিয়ে দেওয়া হয়— যা এক বিরল আচার। দশমীর বিসর্জনের দিনও সম্প্রীতির রঙ ছড়িয়ে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইছামতির ঘাটে সিঁদুরখেলা আর বিজয়ার প্রণাম এক অনন্য ছবি আঁকে। একসময় জোড়া নৌকায় দেবীকে নিয়ে নদীজুড়ে হত বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা। দুই বাংলার মানুষ ভিড় জমাত তা দেখতে। কিন্তু প্রায় অর্ধশতাব্দী আগে ঝড়-বৃষ্টির দুর্ঘটনায় তা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে সীমান্তের সেই বর্ণাঢ্য নদীযাত্রার ঐতিহ্য, যা একদিন ইছামতির দুই পাড়ে গড়ে তুলেছিল মিলনের সেতু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bonedi Barir Pujo: পুজোয় শিকড়ের টানে ফিরে যাওয়ার সুযোগ! মিস করা যাবে না ইছামতীর তীরে ১৯৩ বছরের প্রাচীন ঐতিহ্যের দে বাড়ির দুর্গোৎসব