'আমরা নারী আমরাই পারি'! সংসার সামলেও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মূর্তি তৈরি, নজির গড়লেন বর্ধমানের ২ জা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
শ্রমিকের অভাব, স্বামীর ব্যবসা বাঁচাতে হাল ধরলেন দুই গৃহবধূ। সংসারের কাজ সামলে বছরের পর বছর স্বামীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে চলেছেন নানা প্রতিমা।
বর্ধমান,সায়নী সরকার: শ্রমিকের অভাব, স্বামীর ব্যবসা বাঁচাতে হাল ধরলেন দুই গৃহবধূ। সংসারের কাজ সামলে বছরের পর বছর স্বামীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে চলেছেন নানা প্রতিমা। রান্না থেকে বাড়ির কাজ সব কিছু সামলেই গড়ছেন প্রতিমা, ধরেছেন ব্যবসার হাল। আমরা নারী আমরাই পারি, এ যেন আরও একবার প্রমাণ করে দিলেন এই দুই গৃহবধু। শিল্পী সুমনা পাল বলেন, “প্রথম যখন স্বামী ব্যবসা করতে শুরু করেন তখন শ্রমিক পাওয়া যেত না, স্বামীর সেই কষ্ট দেখেই আমি প্রথম ঠাকুর গড়ার কাজ শুরু করি।”
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের পার্কাস রোড মোড় এলাকায় গেলেই চোখে পড়ে পরপর দুটি প্রতিমা তৈরির দোকান, আর সেখানেই স্বামীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা গড়ছেন দুই মহিলা শিল্পী। পূর্ণিমা পাল ও সুমনা পাল সম্পর্কে তারা দুই জা, বিয়ের পর থেকে স্বামীদের ব্যবসার হাল ধরতে শেখেন প্রতিমা তৈরির কাজ। তারপর থেকে কেটে গেছে প্রায় ১৫-১৬ বছর একইভাবে সংসার সামলে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তারা। তারাই যেন হয়ে উঠেছেন দশভূজা।
advertisement
advertisement
এখন খাওয়া ঘুম ছেড়ে, সংসার সামলে স্বামীকে সাহায্য করতে ব্যস্ত পূর্ব বর্ধমানের দুই মহিলা শিল্পী। কারণ সামনেই বিশ্বকর্মা পুজো আর তারপরেই হাতেগোনা কয়েকটা দিন, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। হাতে সময় কম সঙ্গে বৃষ্টির হয়রানি, তাই অন্যান্য বারের তুলনায় কাজ করতে কিছুটা বেশি সময় লাগছে। শিল্পী পূর্ণিমা পাল জানান, বছর ১৬ আগে স্বামীকে সাহায্য করতে হাতে মাটি তুলে কাজ শুরু করেন। সংসারের কাজ সামলে তাকে ঠাকুর গড়তে হয়। তিনি আরও বলেন, মহিলা বলে অসুবিধা কিছু নেই কাজ – কাজ। ঠাকুরের অর্ডার পেলেও কাজের লোক ঠিক মতো পাওয়া যায়না, তাই স্বামীকে সাহায্য করতেই এই কাজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কঠিন সময়ে যখন অনেকেই হাল ছেড়ে দেন, তখন সুমনা এবং পূর্ণিমা পাল কেবল নিজেদের পরিবারের পাশে দাঁড়াননি, বরং দেখিয়েছেন দৃঢ় সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনও বাধাই অতিক্রম করা সম্ভব। বর্তমানে তাদের হাতের ছোঁয়ায় গড়ে উঠছে একের পর এক প্রতিমা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমরা নারী আমরাই পারি'! সংসার সামলেও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মূর্তি তৈরি, নজির গড়লেন বর্ধমানের ২ জা
