Durga Samman 2025: দুর্গা সম্মান ২০২৫ পাচ্ছেন বাঁকুড়ার ভূমিকন্যা সংহিতা, জানুন কেন বেছে নেওয়া হল তাকে

Last Updated:
দুর্গা সম্মান ২০২৫ পাচ্ছেন বাঁকুড়ার কন্যা সংহিতা মিত্র। বর্তমানে বাঁকুড়ার স্থায়ী অধিবাসিনী বাঁকুড়ার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।
1/6
দুর্গা সম্মান ২০২৫ পাচ্ছেন বাঁকুড়ার কন্যা সংহিতা মিত্র। বর্তমানে বাঁকুড়ার স্থায়ী অধিবাসিনী বাঁকুড়ার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
দুর্গা সম্মান ২০২৫ পাচ্ছেন বাঁকুড়ার কন্যা সংহিতা মিত্র। বর্তমানে বাঁকুড়ার স্থায়ী অধিবাসিনী বাঁকুড়ার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
কাজটা যদিও খুব সহজ ছিল না। তবে ভালোবাসা দিয়েই বোধহয় অনেক কিছু সহজ হয়ে যায়। বিশ্বাস , ভালোবাসা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে সফলতা। ভরতপুর এর মাটিতে শুধু পুরুষরাই নয় , বর্তমানে পট অঙ্কন করছেন মহিলা শিল্পীরাও। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কাজটা যদিও খুব সহজ ছিল না। তবে ভালবাসা দিয়েই বোধহয় অনেক কিছু সহজ হয়ে যায়। বিশ্বাস, ভালবাসা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে সফলতা। ভরতপুরের মাটিতে শুধু পুরুষরাই নয়, বর্তমানে পট অঙ্কন করছেন মহিলা শিল্পীরাও। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। সফলতা এসেছে অনেকটাই। ভরতপুর এর চিত্র পরিবর্তন হয়েছে বিপুল। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। সফলতা এসেছে অনেকটাই। ভরতপুরের চিত্র পরিবর্তন হয়েছে বিপুল। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
দুর্গা সম্মান ২০২৫ পেয়ে সংহিতা মিত্র জানান,
দুর্গা সম্মান ২০২৫ সম্মানের জন্য অনুমোদিত হওয়ার পর সংহিতা মিত্র বলেন, "১৪ বছরের নিবেদিত প্রাণ যাত্রার জন্য অরিজিৎ কর্মকর্তাদের দ্বারা মর্যাদাপূর্ণ দুর্গা সম্মান ২০২৫ পেয়ে আমি সত্যিই ধন্য বোধ করছি।"
advertisement
5/6
পট শিল্প হল অত্যন্ত প্রাচীন একটি চিত্রপট ঘরানা। বাঁকুড়ার ভরতপুর গ্রামে দেখা যায়। বাঁকুড়ার কন্যা সংহিতা মিত্র, সচেষ্ট প্রচেষ্টা করে এই শিল্প পৌঁছে দিতে চাইছেন অন্য উচ্চতায়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
পট শিল্প হল অত্যন্ত প্রাচীন একটি চিত্রপট ঘরানা। বাঁকুড়ার ভরতপুর গ্রামে দেখা যায়। বাঁকুড়ার কন্যা সংহিতা মিত্র, সচেষ্ট প্রচেষ্টা করে এই শিল্প পৌঁছে দিতে চাইছেন অন্য উচ্চতায়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
দুর্গা সম্মান ২০২৫ পেয়ে বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করলেন বাঁকুড়ার বাসিন্দা এবং বাঁকুড়ার একটি অতি পরিচিত নাম সংহিতা মিত্র।
দুর্গা সম্মান ২০২৫ পেয়ে বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করলেন বাঁকুড়ার বাসিন্দা এবং বাঁকুড়ার একটি অতি পরিচিত নাম সংহিতা মিত্র।
advertisement
advertisement
advertisement