Toto: কচিকাঁচাদের টোটো করে স্কুলে পাঠানোর আগে সাবধান! এই ঘটনা জানলে চমকে যাবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Toto: বর্তমানে স্কুলে ব্যবহার করা হচ্ছে টোটো গাড়িকে পুলকার হিসেবে। আর পুলকার হিসেবে টোটো গাড়িকে ব্যবহার করেই ঘটে গেল বিপত্তি। কান্দিতে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো ও গ্যাস ভর্তি গাড়ির সংঘর্ষ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্তমানে স্কুলে ব্যবহার করা হচ্ছে টোটো গাড়িকে পুলকার হিসেবে। আর পুলকার হিসেবে টোটো গাড়িকে ব্যবহার করেই ঘটে গেল বিপত্তি। কান্দিতে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে টোটো ও গ্যাস ভর্তি গাড়ির সংঘর্ষ। আহত হল স্কুল পড়ুয়া-সহ মোট ৭জন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা বারোটা নাগাদ মুর্শিদাবাদের কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপর কান্দি থানার মনোহরপুর গ্রামে।
জানা গিয়েছে, কান্দি থানার ঘনশ্যামপুরে অবস্থিত একটি বেসরকারি স্কুল। সেই স্কুলে চলছে পরীক্ষা। সোমবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন বিভিন্ন ক্লাসের ৬জন স্কুল ছাত্র। তখনই মনোহরপুর এলাকায় একটি গ্যাস ভর্তি ডাম্পার গাড়ির ধাক্কা মারে। আহত হয় স্কুলের ছাত্র ভর্তি টোটো গাড়ি ও তার চালক। গুরুতর আহত অবস্থায় সকলকেই উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
advertisement
আহত ছাত্রের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আজকে বেসরকারি স্কুলের পরীক্ষা দিয়ে ফিরছিলেন। একটি টোটো গাড়ি করেই যাতায়াত করেন পড়ুয়ারা। তাই আজকেও ফিরছিলেন তাঁরা। হঠাৎই গ্যাস ভর্তি ডাম্পার ধাক্কা মারে, গুরুতর আহত হন পড়ুয়ারা।’ আহত স্কুল ছাত্ররা হল অর্ণব মন্ডল, তৌসিফ মন্ডল, টোটন মন্ডল, অর্ঘ্য মন্ডল, শিবম মন্ডল ও কৌশিক ঘোষ।
স্কুলের পক্ষ থেকে সুবির ঘোষ জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে যে পুলকার থাকে তা ব্যবহার করা হয়নি। ছাত্রদের বাড়ির অভিভাবকরা তারা টোটো গাড়ি ব্যবহার করেই বাড়ি থেকে যাতায়াত করতেন। আজকে দুর্ঘটনায় স্কুলের ছ’জন পড়ুয়া আহত হয়েছেন। আমরা পরিস্থিতি উপর নজর রাখছি। তবে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কান্দি থানার পুলিশ জানিয়েছে, ঘাতক গ্যাস ভর্তি গাড়ি ও চালক পলাতক। হাসপাতালে সকলেই চিকিৎসাধীন আছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: কচিকাঁচাদের টোটো করে স্কুলে পাঠানোর আগে সাবধান! এই ঘটনা জানলে চমকে যাবেন