Purba Bardhaman News: ওপার বাংলার তাঁতের শাড়ি আজও বুনন হয় বর্ধমানের এই গ্রামে
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
আগের মত বাজার না থাকলেও এখনও পূর্ব বর্ধমানের আমডাঙ্গা গ্রামের এই সমিতি থেকে তৈরি টাঙ্গাইল পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।
পূর্ব বর্ধমান, আমডাঙ্গা : বিভিন্ন শিল্পের মধ্যে টাঙ্গাইল তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম পুরানো একটি শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ির কদর রয়েছে বিশ্বজুড়ে । বহু পুরানো এই শাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় তৈরি হয় এবং তার নামেই এর নামকরণ করা হয়েছে টাঙ্গাইল। তবে টাঙ্গাইল বাংলাদেশে তৈরি হলেও, আমাদের দেশও কিন্তু কম যায়না।আমাদের দেশেও এখনও অনেকেই রয়েছেন যাঁরা টাঙ্গাইল বোনেন। সেরকমই একটি জায়গা হল পূর্ব বর্ধমান জেলার আমডাঙ্গা গ্রাম। এই গ্রামের মধ্যেই রয়েছে ‘আমডাঙ্গা রুপশ্রী তন্তুবায় সমবায় সমিতি ‘। এই সমিতিতে প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়ে আসছে শুধুমাত্র টাঙ্গাইল।
সমিতির প্রোডাকশন সুপারভাইজার রবীন্দ্রনাথ দে জানিয়েছেন, ১৯৬২ সাল থেকেএই সমিতির পথ চলা শুরু হয়েছে । ওনারা শুধুমাত্র হাতে বোনা টাঙ্গাইল শাড়ি তৈরি করেন । পূর্ব পুরুষদের কাছেই এই শাড়ি তৈরি শিখেছেন।জানা গিয়েছে সর্বপ্রথম যখন এই সমিতি চালু হয় তখন সমিতিতে শিল্পী ছিল শুধুমাত্র ৩০ জন । তারপর ধীরে ধীরে শুরু হয় শাড়ি তৈরির কাজ । পরবর্তীতে এখানকার টাঙ্গাইলের কদর বাড়তে থাকে । সমিতিতে শিল্পীর সংখ্যা ৩০থেকে হয় ৩০০। পূর্ব বর্ধমান জেলার আমডাঙ্গা গ্রামের এই সমিতি থেকে তৈরি শাড়ি পাড়ি দিতে শুরু করে অন্যান্য রাজ্য সহ বিদেশে। বেশ ভাল ভাবেই চলতে থাকে টাঙ্গাইল তৈরির কাজ । তবে বর্তমানে এই সমিতিতে শিল্পী রয়েছেন ৪০ থেকে ৫০ জন ।
advertisement
advertisement
টাঙ্গাইলের বাজারও এখন খারাপ যাচ্ছে বলে জানান সমিতির প্রোডাকশন সুপারভাইজার রবীন্দ্রনাথ দে। তবে হঠাৎ কেন টাঙ্গাইলের বাজার খারাপ হল? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ দে বলেন , পাওয়ারলুম এবং সুরাটের কারণে টাঙ্গাইলের বাজার খারাপ হয়েছে । পাওয়ারলুমে তৈরি শাড়ির মজুরি কম তাই শাড়ির দামও কম । এবং সুরাটের কম দামের শাড়ির সঙ্গে পেরে ওঠা যায়না । হাতে বোনা টাঙ্গাইল এর মজুরি বেশি তাই দামও বেশি । ক্রেতারা কম দামের শাড়ির দিকেই বেশি ঝুঁকছে তাই টাঙ্গাইলের বাজার খারাপ।
advertisement
তবে বাজার খারাপ হলেও এখনও কিন্তু এই সমিতিতে শুধুমাত্র টাঙ্গাইলই তৈরি হয় । দামে কম এবং আধুনিক ডিজাইনের জন্য অন্যান্য শাড়ির কদর বেড়েছে। তবে টাঙ্গাইল শাড়ি পড়ে যে আরাম সেটা অন্য কোনোও শাড়িতে নেই । বর্তমানে আগের মত বাজার না থাকলেও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখনও পূর্ব বর্ধমানের আমডাঙ্গা গ্রামের এই সমিতি থেকে তৈরি টাঙ্গাইল পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2023 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ওপার বাংলার তাঁতের শাড়ি আজও বুনন হয় বর্ধমানের এই গ্রামে









