Weekend Destination: মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই জায়গায়, মনও ভরবে সঙ্গে একান্তে কাটবে কিছু সময়! 

Last Updated:

শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একটু অন্য ধরনের জায়গা খুঁজছেন? তাহলে সেই জায়গার সন্ধান রয়েছে পূর্ব বর্ধমানেই।

+
শীতের

শীতের মরশুমে পর্যটকের ভিড় 

পূর্ব বর্ধমান, আউশগ্রাম: শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একটু অন্য ধরনের জায়গা খুঁজছেন? তাহলে সেই সন্ধান দেওয়া হবে আজকের এই প্রতিবেদনে। অনেকে আছেন যাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। তাই যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে একদিন অথবা দুদিনের জন্য অনায়াসে সময় কাটাতে পারবেন। এক – দুদিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই জায়গা। অল্প টাকার মধ্যেই উপভোগ করতে পারবেন জঙ্গলের শান্ত নিরিবিলি পরিবেশ, সঙ্গে আদিবাসী নৃত্য। জায়গাটা হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম । আউশগ্রামের ভালকী মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট। এই রিসর্ট এর সাজানো গোছানো মনোরম পরিবেশে গেলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই রিসর্টে থাকা এবং খাওয়ার জন্য ঠিক কত টাকা লাগবে ।
অরণ্য সুন্দরী রিসর্টের ম্যানেজার ওঙ্কার ঘোষ জানিয়েছেন, ডবল বেড নন এসি রুম ১০০০ টাকা, ফোর বেড ১৫০০ টাকা , থ্রি বেড ১২০০ টাকা , ১৩ বেডের ডরমেটরি ৩০০০ টাকা । ফুডিং এর এক একজনের লাগবে ৫০০ টাকা করে। দেওয়া হবে সকাল থেকে একদম রাত পর্যন্ত খাবার।আউশগ্রামের এই রিসর্টে গেলে জঙ্গল ঘেরা পরিবেশে তো আপনি মুগ্ধ হবেনই, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন । তবে রিসর্ট এর বাইরের জায়গা গুলো দেখতে গেলে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে । এই রিসর্ট থেকে যেতে পারেন আদুরিয়া জঙ্গল। আদুরিয়া জঙ্গল গেলে দেখা মিলবে ময়ূরের। এছাড়াও যাওয়া যেতে পারে ডোকরা গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে ডোকরার দারুণ দারুণ নিদর্শন।
advertisement
advertisement
রিসর্ট থেকে স্বল্প দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা এবং টিভি সিরিয়ালের। রাজবাড়ির ভিতরের পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও অরণ্যসুন্দরী রিসর্ট থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব খুবই কম। তাই এই অরণ্যসুন্দরী রিসর্টে থেকে আপনি আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন ।
বর্ধমান আসানসোল লাইনের ট্রেন ধরে মানকর স্টেশনে নেমে, অটো অথবা টোটো করে কয়েক মিনিটের মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে । এছাড়াও বর্ধমান স্টেশন অথবা মানকর স্টেশন থেকে গাড়িতে যেতে চাইলে, রিসর্টে আগে থেকে জানালে গাড়ির ব্যবস্থাও করা হয়। আদিবাসী নৃত্য ছাড়াও এখানে বোটিং, বন ফায়ার ইত্যাদির ব্যবস্থাও রয়েছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 98328 28538 এই নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Weekend Destination: মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই জায়গায়, মনও ভরবে সঙ্গে একান্তে কাটবে কিছু সময়! 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement