দিঘা, তাজপুরে এই নিয়ম মেনে চলুন, অমান্য করলে গ্রেফতারির সম্ভাবনা

Last Updated:

শহরের গরমে যখন তেতে পুড়ে একাকার, তখনই মনে পরে নীল জলের পায়ের কাছে আছড়ে পড়া ঢেউ আর উথাল পাথাল সমুদ্দুরে হাওয়ার কথা ৷ তাই তো গরম থেকে বাঁচতে বাঙালির ঘরের কাছের এই সমুদ্র সৈকতগুলি এত জনপ্রিয় ৷

#দিঘা: শহরের গরমে যখন তেতে পুড়ে একাকার, তখনই মনে পরে নীল জলের পায়ের কাছে আছড়ে পড়া ঢেউ আর উথাল পাথাল সমুদ্দুরে হাওয়ার কথা ৷ তাই তো গরম থেকে বাঁচতে বাঙালির ঘরের কাছের এই সমুদ্র সৈকতগুলি এত জনপ্রিয় ৷ কিন্তু এবার থেকে দিঘা বা তাজপুরের সমুদ্রে জলকেলি করার আগে মাথায় রাখুন প্রসাশনের নতুন এই নির্দেশের কথা ৷ কারণ এই নিয়ম না মানলেই কিন্তু হাতকড়া পড়তে পারে ৷ গরাদের পিছনে রাতও কাটাতে হতে পারে ৷ তাই আপনার ছোটখাট অবসরযাপনকে নির্ঞ্ঝাট রাখতে পা ফেলুন একটু সাবধানে ৷
কারণ সমুদ্রে দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ৷
advertisement
দিঘা, তাজপুর, মন্দারমণি ও উদয়পুরের সমুদ্রে এবার থেকে সীমারেখার নিশনা করা থাকবে ৷ সমুদ্রে নির্দিষ্ট দূরত্বে থাকবে হলুদ রঙের বেলুন ৷ দূর থেকে দেখা যাবে হলুদ রঙের বেলুন ৷ বেলুন পেরিয়ে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করলেই পুলিশের জালে পড়তে পারেন আপনিও ৷
advertisement
পর্ষদের তরফে জানা গিয়েছে, আপাতত ৪৫টি বেলুন থাকবে সমুদ্রে ৷ বেলুনের মধ্যে থাকবে থার্মোকল ৷ ফলে জলে ডুবে বা চুপসে যাবে না সেগুলি ৷ এই প্রজেক্টে খরচ হবে প্রায় ১৫ লক্ষ টাকা ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘা, তাজপুরে এই নিয়ম মেনে চলুন, অমান্য করলে গ্রেফতারির সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement