#দিঘা: শহরের গরমে যখন তেতে পুড়ে একাকার, তখনই মনে পরে নীল জলের পায়ের কাছে আছড়ে পড়া ঢেউ আর উথাল পাথাল সমুদ্দুরে হাওয়ার কথা ৷ তাই তো গরম থেকে বাঁচতে বাঙালির ঘরের কাছের এই সমুদ্র সৈকতগুলি এত জনপ্রিয় ৷ কিন্তু এবার থেকে দিঘা বা তাজপুরের সমুদ্রে জলকেলি করার আগে মাথায় রাখুন প্রসাশনের নতুন এই নির্দেশের কথা ৷ কারণ এই নিয়ম না মানলেই কিন্তু হাতকড়া পড়তে পারে ৷ গরাদের পিছনে রাতও কাটাতে হতে পারে ৷ তাই আপনার ছোটখাট অবসরযাপনকে নির্ঞ্ঝাট রাখতে পা ফেলুন একটু সাবধানে ৷কারণ সমুদ্রে দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ৷
আরও পড়ুন:অবশেষে 'ট্যারান্টুলা আতঙ্ক'-র রহস্যজট খুলল! প্রকাশ্যে এল আসল সত্য!
দিঘা, তাজপুর, মন্দারমণি ও উদয়পুরের সমুদ্রে এবার থেকে সীমারেখার নিশনা করা থাকবে ৷ সমুদ্রে নির্দিষ্ট দূরত্বে থাকবে হলুদ রঙের বেলুন ৷ দূর থেকে দেখা যাবে হলুদ রঙের বেলুন ৷ বেলুন পেরিয়ে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করলেই পুলিশের জালে পড়তে পারেন আপনিও ৷পর্ষদের তরফে জানা গিয়েছে, আপাতত ৪৫টি বেলুন থাকবে সমুদ্রে ৷ বেলুনের মধ্যে থাকবে থার্মোকল ৷ ফলে জলে ডুবে বা চুপসে যাবে না সেগুলি ৷ এই প্রজেক্টে খরচ হবে প্রায় ১৫ লক্ষ টাকা ৷
আরও পড়ুন:বুক থেকে পা, ৪০টি টুকরো হয়েছিল ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজীর দেহে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Mandarmoni, Sea Beach, Sea security