বুক থেকে পা, ৪০টি টুকরো হয়েছিল ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজীর দেহে

Last Updated:

১টা নয়, ২টো নয়, ৪০টি টুকরো হয়ে গিয়েছিল শিবাজী রায়ের দেহ ৷ তাও আবার বুক থেকে পা পর্যন্ত অংশে ৷ অন্যদিকে বুকের উপরিভাগ ছিল কার্যত অক্ষত ৷ ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজী রায়ের ময়নাতদন্তে উঠে এসেছে এমনই তথ্য ৷

#কলকাতা: ১টা নয়, ২টো নয়, ৪০টি টুকরো হয়ে গিয়েছিল শিবাজী রায়ের দেহ ৷ তাও আবার বুক থেকে পা পর্যন্ত অংশে ৷ অন্যদিকে বুকের উপরিভাগ ছিল কার্যত অক্ষত ৷ ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজী রায়ের ময়নাতদন্তে উঠে এসেছে এমনই তথ্য ৷
গত ৩ জুন সকাল সাড়ে ৯টা নাগাদ হাওড়ার ডোমজু়ড়ে পাকু়ড়িয়া সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়ের ৷ পাকুরিয়া সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে দলা পাকিয়ে গিয়েছিল সাড়ে তিন কোটি টাকা দামের বিদেশি বিলাস বহুল ফেরারি গাড়িটি ৷ ময়না তদন্ত বলছে, ওই আঘাতেই মৃত্যু হয় শিবাজীর ৷ এই রিপোর্ট এবার ফরেন্সিক বিভাগে পাঠানো হবে ৷ ওই দিন ঠিক কী ঘটেছিল, কীভাবে এত বড় দুর্ঘটনার শিকার হলেন অভিজ্ঞ চালক শিবাজী, সেই কারণই খতিয়ে দেখা হবে ৷
advertisement
advertisement
শিবাজীর ময়নাতদন্তের পাশাপাশি পরীক্ষায় পাঠানো হয়েছিল ফেরারি গাড়িটিকেও ৷ গাড়ির গায়ে দুর্ঘটনার দাগ থেকে অনুমান করা হয়েছে, ধাক্কা লাগার আগে গাড়ির গতি ছিল ১৩০ কিমির কাছাকাছি ৷ গাড়ির দাগের পাশাপাশি পরীক্ষা করা হয়েছে সেতুর ভেঙে পড়া স্তম্ভগুলিরও ৷ কী ভাবে গাড়ির গতি ওঠানামা করেছে তা জানতে ফরেন্সিক দফতরের সহায়তা নেওয়া হয়েছে। যদিও সে রিপোর্ট এখনও আসেনি।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
বুক থেকে পা, ৪০টি টুকরো হয়েছিল ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজীর দেহে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement