দক্ষিণবঙ্গ: দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। পুলিশের খাতায় বেপাত্তা ছিলেন নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুব তৃণমূল ছাত্রনেতা। অবশেষে, কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন শুভদীপ গিরি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগাদ কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূলের এই ছাত্রনেতা। এদিন সকালে আইনজীবী মারফত কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আত্মসমর্পণ।
কাঁথি শহরের জাঁলালখাবার এলাকার বাসিন্দা এই শুভদীপ। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে তৃণমূলের এই ছাত্রনেতার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এনিয়ে অভিযোগ জমা পড়ে কাঁথি মহিলা থানায়। বিষয়টি গড়়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা যায় ডিভিশন বেঞ্চে। তারপরেও ধরা যায়নি অভিযুক্ত ছাত্রনেতাকে। পুলিশি খাতায় ফেরার ছিলেন তিনি।
আরও পড়ুন: বর্ধমান স্টেশনে আজও বন্ধ লোকাল ট্রেন চলাচল, কবে স্বাভাবিক হবে ট্রেন? জানুন
শেষে অভিযুক্ত ছাত্রনেতাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় আদালত। তারপরে আজ কাঁথি আদালতে তাঁর আত্মসমর্পণ। বর্তমান হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা বিচারাধীন রয়েছে।
সুজিত ভৌমিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।