TMCP Leader kanthi: দীর্ঘদিন ফেরার! অবশেষে ধৃত নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতা শুভদীপ

Last Updated:

শেষে অভিযুক্ত ছাত্রনেতাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় আদালত। তারপরে আজ কাঁথি আদালতে তাঁর আত্মসমর্পণ। বর্তমান হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা বিচারাধীন রয়েছে।

দক্ষিণবঙ্গ: দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। পুলিশের খাতায় বেপাত্তা ছিলেন নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুব তৃণমূল ছাত্রনেতা। অবশেষে, কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন শুভদীপ গিরি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগাদ কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূলের এই ছাত্রনেতা। এদিন সকালে আইনজীবী মারফত কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আত্মসমর্পণ।
কাঁথি শহরের জাঁলালখাবার এলাকার বাসিন্দা এই শুভদীপ। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে তৃণমূলের এই ছাত্রনেতার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এনিয়ে অভিযোগ জমা পড়ে কাঁথি মহিলা থানায়। বিষয়টি গড়়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা যায় ডিভিশন বেঞ্চে। তারপরেও ধরা যায়নি অভিযুক্ত ছাত্রনেতাকে। পুলিশি খাতায় ফেরার ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: বর্ধমান স্টেশনে আজও বন্ধ লোকাল ট্রেন চলাচল, কবে স্বাভাবিক হবে ট্রেন? জানুন
শেষে অভিযুক্ত ছাত্রনেতাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় আদালত। তারপরে আজ কাঁথি আদালতে তাঁর আত্মসমর্পণ। বর্তমান হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা বিচারাধীন রয়েছে।
advertisement
সুজিত ভৌমিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMCP Leader kanthi: দীর্ঘদিন ফেরার! অবশেষে ধৃত নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতা শুভদীপ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement