Durga Puja 2025: রাজবাড়িতে আসছেন গোপাল ভাঁড়! এটাও হয় নাকি...! বিস্তারিত জানুন নিচের লিঙ্কে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Durga Puja 2025: গোপাল ভাঁড় নামটা শুনলেই তাঁর মজার ও বুদ্ধিমত্তার বিভিন্ন ঘটনার কথা মনে পড়ে যায়, ফিরে যেতে ইচ্ছা করে ঠিক সেই পুরোনো সময়ে। এমন কেউ নেই যে এই গোপাল ভাঁড়ের গল্প দেখেননি বা শোনেননি।
আসানসোল, রিন্টু পাঁজা: গোপাল ভাঁড় নামটা শুনলেই তাঁর মজার ও বুদ্ধিমত্তার বিভিন্ন ঘটনার কথা মনে পড়ে যায়, ফিরে যেতে ইচ্ছা করে ঠিক সেই পুরোনো সময়ে। এমন কেউ নেই যে এই গোপাল ভাঁড়ের গল্প দেখেননি বা শোনেননি। এখনও টেলিভিশন চ্যানেলে বা বইতে গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন আঙ্গিকে কাটুন চরিত্র নিয়ে তাঁর হাসির মজার ও বুদ্ধিমত্তার পরিচয়গুলি ফুটিয়ে তোলা হয়। এবার সেই গোপাল ভাঁড় আসছে রাজ্যের এই জায়গায়! শুনে নিশ্চয়ই একটু চমকে গেলেন তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছেন।
গোপাল ভাড় যাঁর আসল নাম গোপাল চন্দ্র প্রামানিক। কয়েকশো বছর আগের কথা, নদিয়ার কৃষ্ণচন্দ্রের রাজ সভায় নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড়। তিনি ছিলেন একজন সৎ ও বুদ্ধিমান ব্যক্তি, যার ফলে রাজা তাকে অনেক বিশ্বাস করতেন ও বিভিন্ন কাজের দায়িত্ব তার হাতে তুলে দিতেন, সেই কাজগুলো খুব সহজেই গোপাল করে দিতেন। এবারে সেই গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনী নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়।
advertisement
আরও পড়ুনঃ বাংলায় সরকারি চাকরির সুযোগ, একাধিক শূন্যপদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সম্পাদক সুমন বোস জানান “ আমাদের ৫৯ তম বর্ষে ভাবনা রাজ বাড়িতে গোপাল ভাঁড়। মানুষ এখন হাসতে ভুলে গেছে তাই যাতে হাসির জগতে ফিরে যেতে পারে সেই নিয়েই আমরা এই চিন্তাভাবনা নিয়েছি। এর পাশাপাশি আমাদের মাতৃ প্রতিমা আলাদাই একটা চমক থাকবে।
advertisement
advertisement
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজো এবার ৫৯ তম বর্ষে পদার্পণ করছে। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে তাদের পুজোর ভাবনা ‘রাজ বাড়িতে গোপাল ভাঁড়’। সমগ্র মণ্ডপটি বাঁশ, প্লাই, লোহার বিভিন্ন কাঠামো ও ফোম দিয়ে সেজে উঠছে একটি বিশাল রাজবাড়ি। যে রাজবাড়িতে প্রবেশ করলেই দেখতে পাবেন রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার বিভিন্ন সদস্য পাশাপাশি গোপাল ভাঁড় ও তার স্ত্রী, গোপাল ভাঁড়ের সম্পর্কে নাতি-নাতনিরাও রয়েছেন। এবারে তাঁদের প্রতিমাতেও বিশেষ চমক থাকছে।
advertisement
পুজো কমিটি আত্মবিশ্বাসী আসানসোল শহরের মধ্যে সবথেকে চমকপ্রদ মা দুর্গার প্রতিমা নিয়ে নিয়ে আসতে চলেছেন কলকাতার কুমারটুলি থেকে। তাই এবারের পুজোয় আসানসোল শহরে আস্ত একটা রাজবাড়ি তার সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা, গোপাল ভাঁড়ের জীবন কাহিনী দেখতে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে, না এলে অনেক কিছু মিস করবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: রাজবাড়িতে আসছেন গোপাল ভাঁড়! এটাও হয় নাকি...! বিস্তারিত জানুন নিচের লিঙ্কে