West Bengal Job Alert: বাংলায় সরকারি চাকরির সুযোগ, একাধিক শূন্যপদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
West Bengal Job Alert: আবেদনপত্র অফলাইনে গ্রহণ করা হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে একটি সিল করা খামে, DRDC পুরুলিয়ার অফিসে। অর্থাৎ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
*সরকারি চাকরির সুযোগ পুরুলিয়ায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি পুরুলিয়া জেলার সরকারি ওয়েবসাইট www.purulia.gov.in-এ প্রকাশিত হয়। পুরুলিয়া জেলায় আনন্দধারা জেলা অফিস (DMMU & DRDC, Purulia) থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৭ (সাতাশ) জন মহিলা কমিউনিটি অডিটর (CA) নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
*এই কমিউনিটি অডিটর পদে আবেদনের জন্য মোট ২৭ (সাতাশ) শূন্যপদ রয়েছে। দৈনিক মজুরি ভিত্তিতে কাজের বেতন দেওয়া হবে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক (কমার্স বিভাগ) পাশ। তবে যদি কমার্স বিভাগের প্রার্থী পাওয়া না যায়, তাহলে যেকোনও শাখার স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন এই পদের জন্য।
advertisement
advertisement
*প্রার্থীদের প্রশিক্ষণ এবং হ্যান্ডহোল্ডিং প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা মূল্যায়ন করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রার্থীরা চূড়ান্তভাবে কমিউনিটি অডিটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবে সেই কমিউনিটি অডিটরদের জন্য পারিশ্রমিক নির্ধারিত হয়েছে প্রতিদিন ৫০০ টাকা করে। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন বা মাঠ পর্যায়ে কাজ করার সময় যাতায়াত ভাতা (TA) প্রদান করা হবে।
advertisement
