বছরের শেষ সূর্যগ্রহণে কোন কোন রাশির ভাগ্যে লাগতে চলেছে 'গ্রহণ'! কাজে বাধা থেকে সম্পদহানি কাদের ভাগ্যে দুর্যোগ?

Last Updated:
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছরে শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার এই গ্রহণ শুরু হতে চলেছে। ওইদিন অমাবস্যা এবং মহালয়ার ফলে এই দিনটি আরও মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যগ্রহণ আংশিক হলেও ভারতবর্ষে তা দৃশ্য হবে না। কিন্তু, বেশকিছু রাশির উপরে এই গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে। ফলে, এই সময় বেশ কিছু রাশির জীবনে আসতে চলেছে অশুভ প্রভাব। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে অশুভ সময়।
1/6
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, অসুরদের গুরু শুক্রকে সম্পদ, সমৃদ্ধি, সৌন্দর্য, বৈবাহিক জীবন, প্রেম এবং আরও অনেক কিছুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রাশিফলের শক্তিশালী শুক্র সুখী জীবনের দিকে পরিচালিত করে। জাতকদের কোনও অভাব হবে না। আসুন জেনে নেওয়া যাক শুক্রের এই গোচর কাদের জন্য ভাগ্যের দরজা খুলে দেবে।
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছরে শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার এই গ্রহণ শুরু হতে চলেছে। ওইদিন অমাবস্যা এবং মহালয়ার ফলে এই দিনটি আরও মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে।
advertisement
2/6
ভারতীয়দের উপর এর কতটা প্রভাব পড়বে:  জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণ বুধের পাশাপাশি কন্যা রাশিতে সূর্যের উপস্থিতিতে সংঘটিত হয়, যা বিশেষজ্ঞরা বুধাদিত্য রাজযোগ হিসাবে বর্ণনা করেন। যেহেতু ভারত আকাশে গ্রহণ প্রত্যক্ষ করবে না, তাই ভারতীয়দের কোনও সরাসরি প্রভাব বা ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে চিন্তিত হওয়ার দরকার নেই। যদিও জ্যোতিষীরা বিশ্বাস করেন যে, এর সূক্ষ্ম মহাজাগতিক তরঙ্গ ব্যক্তিদের তাঁদের রাশিচক্র অনুযায়ী প্রভাবিত করতে পারে। (Representative Image)
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যগ্রহণ আংশিক হলেও ভারতবর্ষে তা দৃশ্য হবে না। কিন্তু, বেশকিছু রাশির উপরে এই গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে। ফলে, এই সময় বেশ কিছু রাশির জীবনে আসতে চলেছে অশুভ প্রভাব। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে অশুভ সময়।
advertisement
3/6
 কন্যা রাশি<br />কন্যা রাশির জীবনে এই সময় একটু সতর্ক থাকতে হবে। জ্যোতিষ অনুসারে, এই সময় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় বিনিয়োগ হানিকারক হতে পারে। এছাড়াও এই সময় টাকাপয়সার লেনদেন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় ব্যবসায় সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় ঘরের পরিবেশ অশান্ত হতে পারে।
কন্যা রাশিকন্যা রাশির জীবনে এই সময় একটু সতর্ক থাকতে হবে। জ্যোতিষ অনুসারে, এই সময় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় বিনিয়োগ হানিকারক হতে পারে। এছাড়াও এই সময় টাকাপয়সার লেনদেন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় ব্যবসায় সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় ঘরের পরিবেশ অশান্ত হতে পারে।
advertisement
4/6
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন&#x200d;্য শুভ হতে চলেছে বৃহস্পতির গোচর। কোনও ভাল খবর শুনতে পেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের ব&#x200d;্যয় নিয়ন্ত্রণে থাকতে পারে। পুরানো ঋণ থেকেও মুক্তি পেতে পারেন।
বৃশ্চিক রাশিবৃশ্চিক রাশির জাতক/জাতিকারা আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে চলেছে। এই সময় আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। তাড়াহুড়োতে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। মানসিক চাপ এই সময় বাড়বে। এছাড়াও এই সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে।
advertisement
5/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মকর রাশিমকর রাশির জন্য এই সময়টা সূর্যগ্রহণ একদমই শুভ নয়। এই সময় কাজের চাপ বাড়বে। ব্যবসায় বেশ সমস্যার মুখে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব একটা ভাল সময় যাবে না।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement