সন্তানের দায়িত্ব কে নেবে! আদালত চত্বরে লড়াই চলল বাবা-মায়ের, কিন্তু নিয়ে গেল তৃতীয় জন

Last Updated:

সন্তানের অধিকারকে ঘিরে আদালত চত্বরে বাবা-মায়ের মধ্যে টানা হ্যাঁচড়া। এই ঘটনায় কাটোয়া আদালতে চাঞ্চল্য ছড়ায়। আট বছরের সন্তানকে জাপটে ধরল মা। বাবা সন্তানের হাত ধরে টানলেও শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে চম্পট দিল মায়ের এক আত্মীয়।

কাটোয়ায় কী ঘটল?
কাটোয়ায় কী ঘটল?
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: সন্তানের অধিকারকে ঘিরে আদালত চত্বরে বাবা-মায়ের মধ্যে টানা হ্যাঁচড়া। এই ঘটনায় কাটোয়া আদালতে চাঞ্চল্য ছড়ায়। আট বছরের সন্তানকে জাপটে ধরল মা। বাবা সন্তানের হাত ধরে টানলেও শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে চম্পট দিল মায়ের এক আত্মীয়। দু’পক্ষের আইনজীবীরা সন্তানের দখলকে ঘিরে বাবা-মায়ের টানাটানি দেখল।
advertisement
advertisement
যদিও বাবার আইনজীবী মহম্মদ সাদিক হাসান বললেন, “মহামান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি ড্রপ করে দেন। তবে শিশুটি কার কাছে থাকতে চায় সেই কথা শিশুর কাছ থেকে শুনে বলেছেন বাবার কাছে শিশু থাকবে”। মায়ের আইনজীবী শেখ পারভেজ আবদুল্লাহের দাবি, সন্তানকে দুমাস ধরে জোর করে আটকে রেখেছিল তার বাবা। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সন্তান উদ্ধারের জন্য আবেদন করেছিলাম।
advertisement
শুনানি শেষে বিচারক মামলা খারিজ করে দেন। সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে রায় দেওয়ার এখতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেই। এখন সন্তান কার কাছে আছে বলতে পারব না। সন্তানের মা বললেন, “ওর বাবা জোর করে আমার ছেলেকে কেড়ে নিয়ে পালিয়েছিল। আমি এখন পেয়েছি, আমি আমার ছেলে দেব না।” বাবার অভিযোগ, “আমি বাইরে কাজ করি, ওর মায়ের স্বভাব ভালো নয়। এই নিয়ে আমাদের অশান্তি। ছেলে আমার কাছে থাকতে চায় কিন্তু ওরা ছেলেকে নিয়ে চলে গেল।”
advertisement
মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আজিজুল রহমানের সঙ্গে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা আমিনা বিবির সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়েছিল। ২০২৫ সালের জুলাই মাস থেকে সন্তানের অধিকার নিয়ে কাটোয়া এস ডি এম – এর আদালতে মামলা চলছিল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সন্তানের দায়িত্ব কে নেবে! আদালত চত্বরে লড়াই চলল বাবা-মায়ের, কিন্তু নিয়ে গেল তৃতীয় জন
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement