হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাতিয়ার গুরুত্বপূর্ণ ইস্যু! আদিবাসী এলাকায় ব্যাপক প্রচারে নামছে তৃণমূল

TMC: হাতিয়ার গুরুত্বপূর্ণ ইস্যু! আদিবাসী এলাকায় ব্যাপক প্রচারে নামছে তৃণমূল

আদিবাসী এলাকায় ব্যাপক প্রচারে নামছে তৃণমূল

আদিবাসী এলাকায় ব্যাপক প্রচারে নামছে তৃণমূল

TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে রাজনৈতিক ভাবে জোর প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস।

  • Share this:

কলকাতা: সারি ধর্মের সরকারি স্বীকৃতির দাবি জানিয়ে আদিবাসী এলাকায় ব্যাপক প্রচারে যাবে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কেন্দ্র সরকারকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বিষয়টি প্রচারে আনতে চলেছে রাজ্যের শাসক দল।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে রাজনৈতিক ভাবে জোর প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। বিষয়টিকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার, তা বোঝা গিয়েছিল গত বছর ৬ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে রাজ্য একটি নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছে। উপজাতীয় সম্প্রদায়ের একটি অংশের জন্যে ‘সারনা’ ধর্মের স্বীকৃতির বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী এলাকায় এই বিষয়টিও প্রচারে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যের আদিবাসী সমাজের জন্য বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও প্রচারে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সারি ধর্ম নিয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ সেই ইস্যুকে তুলে ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে ব্যস্ততা। বিভিন্ন বিধায়কদের এই বিষয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৮ লাইনের এই চিঠিতে রাজ্যের প্রচেষ্টার কথা ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে। আদিবাসী সমাজের এই ভাবাবেগকে রাজ্য সরকার সবসময় সম্মান দিয়েছে এবং এই দুই ধর্মের স্বীকৃতির বিষয়টি নিয়ে অনেক আগেই, ২০২০ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন, 'নরেন্দ্র মোদিকে ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল', বিস্ফোরক অমিত

আরও পড়ুন, ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধি নিয়ে অমিত শাহ

মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের এই প্রয়াস নিশ্চয় ফলপ্রসূ হবে ও রাজ্যের আদিবাসীদের আশা যথা শীঘ্র পূরণ করা যাবে। রাজ্যের এই প্রচেষ্টার কথা প্রত্যেক বিধায়ককে তাঁর এলাকার আদিবাসী সমাজের মানুষের কাছে যথাযথ ভাবে তুলে ধরতে বলা হয়েছে। ইতিমধ্যেই দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আদিবাসী এলাকায় প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস। আদিবাসীদের উন্নয়নের জন্য কী কী কাজ করা হয়েছে, ঘরে ঘরে গিয়ে তার পরিসংখ্যান তুলে ধরা হবে। সেই কাজে মন্ত্রী-বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: TMC