Home Minister Amit Shah | Rising India 2023: 'নরেন্দ্র মোদিকে ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য আমার উপর চাপ দেওয়া হয়েছিল', বিস্ফোরক অমিত শাহ

Last Updated:

Home Minister Amit Shah | Rising India 2023: নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে এসে একাধিক ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

নয়াদিল্লি: নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি জানান, কংগ্রেস সরকারের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভুয়ো এনকাউন্টার মামলায় ফাঁসানোর করার জন্য সিবিআই তাঁর উপর চাপ দিয়েছিল।  তা সত্ত্বেও বিজেপি কখনও সুর চড়ায়নি।
তাঁর কথায়, ভারতীয় অর্থনীতির উন্নতি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে৷ তিনি খাদ্য সামগ্রীর দাম বাড়তে দেননি৷ তাঁর জন্যই ভারত আজ অর্থনীতিতে ১১তম থেকে বিশ্বের ৫তম বৃহত্তম অর্থনীতিতে এসেছে।
advertisement
advertisement
এ দিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে বলেন, নির্বাচনে বিজেপি একক ভাবেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ নির্বাচনের আগে বা পরে, কারওর সঙ্গে কোনওরকম জোটে যেতে হবে না, সরকার একাই তৈরি করবে বিজেপি৷
নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে এসে রাহুল গান্ধি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নেটওয়ার্ক18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে তিনি বললেন, আইন আইনের রাস্তায় চলেছে৷ এখানে আর কিছু বলার নেই৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের আমলের প্রসঙ্গ তোলেন৷ পাশাপাশি বলেন, রাহুল গান্ধি উদ্ধত, সেই কারণেই তিনি আদালতে কোনও আবেদন করেননি৷
advertisement
অমিত শাহ স্পষ্ট করে বলেন, যে আইনে রাহুল গান্ধির শাস্তি হয়েছে, সেটির সংশোধনের জন্য মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একটি সংশোধনী এনেছিল৷ সেটি ছিড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই সংশোধনী যদি আসত তাহলে হয়ত রাহুল গান্ধিকে আজ এই সাজা পেতে হত না৷ তিনি সাজা পেয়েছেন৷ এখন আর কিছু বলার নেই৷ এখন একটি পরিবারের জন্য তো একটি দেশের আইন বদল করা উচিত নয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Home Minister Amit Shah | Rising India 2023: 'নরেন্দ্র মোদিকে ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য আমার উপর চাপ দেওয়া হয়েছিল', বিস্ফোরক অমিত শাহ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement