Rising India Summit: কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী

Last Updated:

নিজেকে কীভাবে সুস্থ রেখেছেন বিদেশমন্ত্রী? বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটের মঞ্চে তাঁর সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন ড: এস জয়শঙ্কর

কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী
কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী
নয়াদিল্লি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিদেশনীতির চর্চা বিশ্বজুড়ে৷ কাজের সূত্রেই এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়াতে হয় তাঁকে৷ সারাদিন এত পরিশ্রমের মাঝে নিজেকে কীভাবে সুস্থ রেখেছেন বিদেশমন্ত্রী? বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটের মঞ্চে তাঁর সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন ড: এস জয়শঙ্কর৷ দিল্লিতে থাকলে রোজ নিয়ম করে স্কোয়্যাশ এবং ব্যাটমিন্টন খেলেন তিনি৷ সুস্থ শরীর সরাসরি প্রভাব ফেলে পেশাগত ক্ষেত্রে৷ তাই কাজের জায়গায় ভাল প্রদর্শনের জন্যেও শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি, এমনটাই মত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ শরীর ঠিক রাখতে প্রায় এক দশক ধরে তিনি যোগাভ্যাস করছেন৷
‘‘আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি৷ কারণ নিজেকে সুস্থ না রাখলে এত বেশি ভ্রমণ, আলাদা আলদা টাইম জোন সঙ্গে আলাদা আলাদা খাবারের সময়সূচি, এই সব মিলিয়ে আমি হয়তো মরেই যেতাম৷ তাই দিল্লিতে থাকলেই স্কোয়্যাশ এবং ব্যাটমিন্টন খেলি৷ ভ্রমণের সময় আমি যোগা করি৷ প্রায় ১০ বছর ধরে যোগা করছি আমি৷ জিম দেখতে পেলেই চলে যাই৷ আমার মনে হয় প্রতিযোগিতামূলক মনোভাবের পূর্বশর্ত হল সুস্থ শরীর৷ আপনার নিজের যদি মনে হয় শরীর ঠিক নেই, তাহলে আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন না,৷ আপনি সেরা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন না, দৃঢ় গলায় বলুন’’ রাইজিং ইন্ডিয়া সামিটে এসে জানালেন এস. জয়শঙ্কর৷
advertisement
advertisement
advertisement
আমাদের দেশেও ফিটনেস মুভমেন্ট শুরু হয়েছে৷ ‘ফিট ইন্ডিয়া’ থেকে ‘খেলো ইন্ডিয়া’-কে আমি সম্পূর্ণ সমর্থন করি৷
রাজনীতিতে আমরা একটি কথা বলি ‘নিউ ইন্ডিয়া’ বা ‘নতুন ভারত’৷ আমার মতে নতুন ভারত আরও বেশি ‘ফিট’ আরও বেশি ‘প্রতিযোগিতামূলক’৷
advertisement
আমাদের দেশে ক্রিকেটের একটা আলাদা উত্তেজনা রয়েছে৷ জয়শঙ্করের প্রিয় ক্রিকেটার কারা? বিদেশমন্ত্রী জানালেন, তাঁর তিন প্রিয় ক্রিকেটর হলেন বীরেন্দ্র সিং সহবাগ, এম এস ধোনি এবং ইংল্যান্ডের পেসার জেমস্ অ্যান্ডারসন৷ বিদেশমন্ত্রী বলেন ‘খেলাকে প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন সেহবাগ’, ‘শেষ বল পর্যন্ত স্ট্র্যাটেজি বানিয়ে যান ধোনি, ঠান্ডা মাথায় ছক কষেন তিনি’৷ অন্যদিকে, ইংল্যান্ডের পেসার অ্যান্ডারসন তাঁর প্রিয় কারণ ‘এই বয়সেও তিনি একজন ফাস্ট বোলার, অসীম অধ্যাবসায় এবং ধৈর্যের ফলেই এমন খেলোয়াড় হওয়া যায়’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India Summit: কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement