Rising India Summit 2023: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আরও কঠিন জায়গা হয়ে উঠেছে বিশ্ব! মত এস জয়শঙ্করের

Last Updated:

বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া এখন ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতির উপরে আরও আগ্রহ দেখাবে৷

রাইজিং ইন্ডিযা সামিটের মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
রাইজিং ইন্ডিযা সামিটের মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই বদলে গিয়েছে অনেক কিছু৷ নিউজ ১৮ আয়োজিত রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩-এ এসে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ তাঁর মতে, এই যুদ্ধ হতে পারে, এমন কোনও সম্ভাবনাই ছিল না৷
বিদেশমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে পশ্চিমী দেশগুলি এবং ইউরোপের বিভিন্ন দেশের সম্পর্কের রসায়ন বদলে গিয়েছে৷ যার প্রভাব এশিয়ার দেশগুলির উপরেও পড়তে বাধ্য৷ রাইজিং ইন্ডিয়া সামিটে বিদেশমন্ত্রী আরও বলেন, দুনিয়া এখন আরও অনেক কঠিন জায়গা হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
বিদেশমন্ত্রীর বলেন, রাশিয়া এথন ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতির উপরে আরও আগ্রহ দেখাবে৷ রাশিয়া এবং ভারতের সম্পর্ক বরাবরই খুব মজবুত৷ আন্তর্জাতিক ক্ষেত্রে সবথেকে ভাল সম্পর্ক যে দেশগুলির মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম রাশিয়া এবং ভারত৷ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বাড়বে বলে আশাবাদী বিদেশমন্ত্রী৷ তার মতে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির সম্পর্কের অবনতি হচ্ছে৷ তার ফল এশিয়ার দেশগুলির উপরেও পড়বে৷ তবে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বলে দাবি করেছেন জয়শঙ্কর৷
advertisement
ইউক্রেনের উপরে হামলার পরেও রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় পশ্চিমী দেশগুলি আপত্তি জানিয়েছিল৷ বিদেশমন্ত্রী অবশ্য দাবি করেছেন, শেষ পর্যন্ত বাজারের নিয়ম মেনেই ভারত যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ সময়ের দাবি মেনেই ভারত সরকার যা করার করেছে৷
advertisement
একই সঙ্গে রাহুল গান্ধি ইস্যুতেও মুখ খুলেছেন এস জয়শঙ্কর৷ তিনি দাবি করেন, রাহুল গান্ধি মোদি পদবী নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা সংশোধন করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি৷ কিন্তু তিনি তা করেননি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India Summit 2023: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আরও কঠিন জায়গা হয়ে উঠেছে বিশ্ব! মত এস জয়শঙ্করের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement