এই ভারতে সবার জন্য সমান আইন, নিউজ ১৮ রাইজিং সামিটে মন্তব্য জয়শঙ্করের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধি মোদি পদবী নিয়ে মন্তব্য করে সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন।
নয়া দিল্লি: সমগ্র অনগ্রসর শ্রেণিকে (ওবিসি) অপমান করেছেন রাহুল গান্ধি৷ শুধু তাই নয়, ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও চাননি৷ বুধবার নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়া কনক্লেভের তৃতীয় সংস্করণে বললেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর৷
"The law is the law": Union Minister S Jaishankar (@DrSJaishankar) on Rahul Gandhi's disqualification as an MP. "Rahul Gandhi had an opportunity of rectifying the situation, of expressing regret. He chose not to do so," he adds Watch #News18RisingIndia LIVE | @Zakka_Jacob pic.twitter.com/ODh4GEiVKf
— News18 (@CNNnews18) March 29, 2023
advertisement
advertisement
কর্ণাটকে একটি সভায় বক্তব্য দেওয়ার রাহুল গান্ধি বলেছিলেন, 'কেন সব চোরের পদবি মোদি হয়?' রাহুল সেই সময় ললিত মোদি, নীরব মোদির নাম নিয়েছিলেন। এরপরই পূর্ণেশ মোদি নামে এক বিজেপি নেতা রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য রাহুলকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত৷ সেই নির্দেশ মেনে আগে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে৷ তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে আইনসভা৷ তা নিয়ে উত্তাল হয় দেশের রাজনীতি৷ রাহুল গান্ধি নিজেও বলেন, তিনি এর পরেও সমালোচনা করা ছাড়বেন না৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি সরকারের সমালোচনা সমান তালেই চালিয়ে যাবেন৷ সেই প্রসঙ্গেই কটাক্ষ করেন বিদেশমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: রাজীব কাণ্ড থেকে শিক্ষা? মুখ্যমন্ত্রী হিসেবে নয়, কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় তৃণমূলনেত্রী মমতা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 6:54 PM IST