Rising India 2023: ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধির ইস্যু নিয়ে স্পষ্ট অমিত শাহ

Last Updated:

Rising India 2023: অমিত শাহ বলেন, শুধু নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধি অপমান করেননি৷ তিনি মোদি সমাজকে অপমান করেছেন৷

রাইজিং ইন্ডিয়ার সামিটে অমিত শাহ
রাইজিং ইন্ডিয়ার সামিটে অমিত শাহ
নয়াদিল্লি: নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে এসে রাহুল গান্ধি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নেটওয়ার্ক18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে তিনি বললেন, আইন আইনের রাস্তায় চলেছে৷ এখানে আর কিছু বলার নেই৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের আমলের প্রসঙ্গ তোলেন৷ পাশাপাশি বলেন, রাহুল গান্ধি উদ্ধত, সেই কারণেই তিনি আদালতে কোনও আবেদন করেননি৷
রাহুল গান্ধি প্রসঙ্গে অমিত শাহ স্পষ্ট করে বলেন, যে আইনে রাহুল গান্ধির শাস্তি হয়েছে, সেটির সংশোধনের জন্য মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একটি সংশোধনী এনেছিল৷ সেটি ছিড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই সংশোধনী যদি আসত তাহলে হয়ত রাহুল গান্ধিকে আজ এই সাজা পেতে হত না৷ তিনি সাজা পেয়েছেন৷ এখন আর কিছু বলার নেই৷ এখন একটি পরিবারের জন্য তো একটি দেশের আইন বদল করা উচিত নয়৷
advertisement
রাইজিং ইন্ডিয়ায় অমিত শাহ রাইজিং ইন্ডিয়ায় অমিত শাহ
advertisement
রাহুল গান্ধি বলেছেন, তিনি সাভারকর নন, ক্ষমা চাইবেন না৷ গান্ধিরা কখনও ক্ষমা চায় না৷ সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, বীর সাভারকর সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয়৷ রাহুল গান্ধি-তো জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন, তা হলে আবার কী৷ রাহুল গান্ধি বীর সাভারকরকে অপমান করেছেন৷
advertisement
এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন বলে রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গেও অমিত শাহ বলেন, শুধু নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধি অপমান করেননি৷ তিনি মোদি সমাজকে অপমান করেছেন৷
advertisement
এ দিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে বলেন, নির্বাচনে বিজেপি একক ভাবেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ নির্বাচনের আগে বা পরে, কারওর সঙ্গে কোনওরকম জোটে যেতে হবে না, সরকার একাই তৈরি করবে বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India 2023: ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধির ইস্যু নিয়ে স্পষ্ট অমিত শাহ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement