Rising India 2023: ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধির ইস্যু নিয়ে স্পষ্ট অমিত শাহ

Last Updated:

Rising India 2023: অমিত শাহ বলেন, শুধু নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধি অপমান করেননি৷ তিনি মোদি সমাজকে অপমান করেছেন৷

রাইজিং ইন্ডিয়ার সামিটে অমিত শাহ
রাইজিং ইন্ডিয়ার সামিটে অমিত শাহ
নয়াদিল্লি: নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে এসে রাহুল গান্ধি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নেটওয়ার্ক18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে তিনি বললেন, আইন আইনের রাস্তায় চলেছে৷ এখানে আর কিছু বলার নেই৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের আমলের প্রসঙ্গ তোলেন৷ পাশাপাশি বলেন, রাহুল গান্ধি উদ্ধত, সেই কারণেই তিনি আদালতে কোনও আবেদন করেননি৷
রাহুল গান্ধি প্রসঙ্গে অমিত শাহ স্পষ্ট করে বলেন, যে আইনে রাহুল গান্ধির শাস্তি হয়েছে, সেটির সংশোধনের জন্য মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একটি সংশোধনী এনেছিল৷ সেটি ছিড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই সংশোধনী যদি আসত তাহলে হয়ত রাহুল গান্ধিকে আজ এই সাজা পেতে হত না৷ তিনি সাজা পেয়েছেন৷ এখন আর কিছু বলার নেই৷ এখন একটি পরিবারের জন্য তো একটি দেশের আইন বদল করা উচিত নয়৷
advertisement
রাইজিং ইন্ডিয়ায় অমিত শাহ রাইজিং ইন্ডিয়ায় অমিত শাহ
advertisement
রাহুল গান্ধি বলেছেন, তিনি সাভারকর নন, ক্ষমা চাইবেন না৷ গান্ধিরা কখনও ক্ষমা চায় না৷ সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, বীর সাভারকর সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয়৷ রাহুল গান্ধি-তো জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন, তা হলে আবার কী৷ রাহুল গান্ধি বীর সাভারকরকে অপমান করেছেন৷
advertisement
এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন বলে রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গেও অমিত শাহ বলেন, শুধু নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধি অপমান করেননি৷ তিনি মোদি সমাজকে অপমান করেছেন৷
advertisement
এ দিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে বলেন, নির্বাচনে বিজেপি একক ভাবেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ নির্বাচনের আগে বা পরে, কারওর সঙ্গে কোনওরকম জোটে যেতে হবে না, সরকার একাই তৈরি করবে বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India 2023: ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধির ইস্যু নিয়ে স্পষ্ট অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement