West Bengal Municipal Election Results 2022: সবুজ ঝড়েও ত্রিশঙ্কু চার পুরসভা, কংগ্রেস- নির্দলের সমর্থনে বোর্ড গঠনের পথে তৃণমূল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুরভোটের ফল বলছে, একশোর বেশি পুরসভা একক ভাবে দখল করেছে তৃণমূল (West Bengal Municipal Election Results 2022)৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই রাজ্য জুড়ে সবুজ ঝড় (West Bengal Municipal Election Results 2022)৷ কিন্তু তার মধ্যেও হাতেগোণা যে কয়েকটি পুরসভায় বিরোধীরা কিছুটা লড়াই দিয়েছেন, তার মধ্যে রয়েছে ঝালদা, চাঁপদানি, এগরা ও বেলডাঙা৷ ভোটের ফল বলছে, চার পুরসভাই ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে৷ কিন্তু ফল বেরনোর ঘণ্টাখানেকের মধ্যে এর মধ্যে তিনটি পুরসভার দখলই নিশ্চিত করে ফেলল শাসক দল৷
পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় তৃণমূল (TMC)৷ পাঁচটি ওয়ার্ডে জয় পায় কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা দু'টি আসনে জয়লাভ করেন৷ অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই৷ বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয় তৃণমূল৷ তিনটি আসনে জয়ী হয় বিজেপি৷ চারটি আসনে জিতেছেন নির্দলরা৷
advertisement
advertisement
অন্যদিকে হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ এই পুরসভার দশটি ওয়ার্ডেই জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা৷ একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ পূর্ব মেদিনীপুরের এগরাতেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ এগরা পুরসভার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা৷
advertisement
চার পুরসভা ত্রিশঙ্কু হলেও তৃণমূলের শীর্ষ নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ঝালদা, বেলডাঙা এবং চাঁপদানিতে তৃণমূলই পুরবোর্ড গঠন করবে৷ ঝালদায় জয়ী তিন জন কংগ্রেস প্রার্থী তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ৷ বেলডাঙা ও চাঁপদানিতে নির্দলদের সমর্থনে বোর্ড গড়ার পথে শাসক দল৷ তবে এগরা নিয়ে এখনও তৃণমূল নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি৷
advertisement
এগরা বাদে নদিয়ার তাহেরপুর পুরসভা নিজেদের দখলে রাখতে পেরেছে বামেরা৷ দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 1:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election Results 2022: সবুজ ঝড়েও ত্রিশঙ্কু চার পুরসভা, কংগ্রেস- নির্দলের সমর্থনে বোর্ড গঠনের পথে তৃণমূল