তৃণমূল বিধায়ক খুন, রেল অবরোধ রানাঘাট-গেদে শাখায়
Last Updated:
রানাঘাট-গেদে শাখায় রেল অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা৷
#রানাঘাট: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে দোষীদের শাস্তির দাবিতে ভায়না স্টেশনে রেল অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ রানাঘাট-গেদে শাখায় রেল অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা৷
কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করা হয় শনিবার৷ তদন্তে নেমে ৩ জনকে আটক করেছে পুলিশ ৷ ৩ জনকে দফায়-দফায় জেরা করা হচ্ছে৷ বিজেপি নেতা মুকুল রায়-সহ ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি৷
ফুলবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় তাঁকে৷ রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2019 10:36 AM IST