#ঝাড়গ্রাম: বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল বিজেপি। তৃণমূলের চিন্তা বাড়িয়ে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি যথেষ্ট বাড়িয়েছে গেরুয়া শিবির। সীমান্তবর্তী এলাকাগুলিতেও ফল ভাল হয়েছে। মেরুকরণের রাজনীতিও বেশ কিছু জায়গায় ছাপ ফেলেছে। উৎসাহিত বিজেপি রাজ্য সভাপতির হুঙ্কার, তাঁদের লক্ষ্য এক নম্বরে পৌঁছনো।
এখনও চলছে ভোট গণনা ৷ তারই মধ্যে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত শান্তির ঘটনা সামনে এসেছে ৷ গোপীবল্লভপুরে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ৷ হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ গোপীবল্লভপুর ১ ব্লকের হাতিবাড়ি মোড়ের ঘটনা ৷ মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ গোপীবল্লভপুর ১ পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে ৷ তৃণমূলকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ৷
রাজ্যের ২০টি জেলায় হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ পাশাপাশি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অস্তিত্বই যেখানে মেলেনি ৷ সেখানে এবছর বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতও এসেছে বিজেপির দখলে ৷ এই সমস্ত জেলাগুলির মধ্যে তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঝাড়গ্রাম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election Result, Bengal Election Result 2018, Panchayat Election 2018, WB Panchayat Election Result, West Bengal Panchayat Election Result, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, বাংলার নির্বাচনের ফলাফল ২০১৮, বাংলার নির্বাচনের রেজাল্ট