হোম /খবর /মুর্শিদাবাদ /
মুর্শিদাবাদে তৃণমূলে ফাটল স্পষ্ট, বৈঠক ছেড়ে বেরোলেন ক্ষুব্ধ সাংসদ!কটাক্ষ অধীরের

TMC: মুর্শিদাবাদে তৃণমূলে ফাটল স্পষ্ট, বৈঠক ছেড়ে বেরোলেন ক্ষুব্ধ সাংসদ! কটাক্ষ অধীরের

সাংসদ আবু তাহের খান ও মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়৷

সাংসদ আবু তাহের খান ও মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়৷

শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ 

  • Local18
  • Last Updated :
  • Share this:

বহরমপুর: জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এল। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জেলা কমিটি ঘোষণা করার আগে চেয়ার ছেড়ে উঠে গেলেন। তাঁর অভিযোগ, কমিটি ঘোষণার আগে তাঁকে কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার তৃণমূল জেলা কমিটি ঘোষণা নিয়ে বেশ কিছুদিন ধরেই জেলা সভাপতি শাঁওনি সিংহ রায় ও আবু তাহেরের দ্বন্দ্ব চলছিল। বুধবার বহরমপুরের দলীয় অফিসে চেয়ারম্যান উঠে চলে যাওয়ার পর শাঁওনি সিংহ রায় জেলা কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন: 'বিরাট ভুল করেছি, ক্ষমা চাইছি!' কালিয়াগঞ্জের সভায় শুভেন্দুর গলায় কীসের আক্ষেপ?

কয়েকদিন আগে রাজ্য থেকে জেলা কমিটি ঘোষণা করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছিল জেলা সভাপতিদের । বুধবার দলীয় অফিসে জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়ের থেকে তালিকা নিয়ে আবু তাহের খান তা দেখে চেয়ার থেকে উঠে পড়েন। এরনপরেই তিনি বলেন, 'আমাকে এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। তাই আমি এই তালিকা প্রকাশে থাকব না। এর পরেই আবু তাহের খান পাশের ঘরে চলে যান। যথারীতি শাঁওনি সিংহ রায় ২১২জনের জেলা কমিটির তালিকা প্রকাশ করেন।'

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারানোর পরদিনই নতুন অস্বস্তি! এবার পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ

আবু তাহের খান রাজ্য নেতৃত্বকে ফোন করে সমস্ত ঘটনা জানান। আবু তাহের খান বলেন, 'জেলা কমিটির তালিকা প্রকাশের আগে শেষ মুহুর্তে আমার হাতে তালিকা তুলে দেওয়া হয়। কমিটি গঠন নিয়ে আমার সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। এর পরেই তিনি বলেন, রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, তারা এই কমিটি প্রকাশ করতে নিষেধ করেছেন। কয়েকদিন পর আলোচনা করে প্রকাশ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।'

যদিও এই বিষয়ে জেলা সভাপতি শাঁওনি সিংহ রায় বলেন, 'আমাকে রাজ্য কমিটি থেকে এই তালিকা পাঠানো হয়েছিল। আমি সেটা প্রকাশ করেছি। চেয়ারম্যান কেন উঠে গেলেন সেটা তিনিই জানেন তবে আমরা জেলা কমিটি ঘোষণা করে দিয়েছি।'

শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷  তাঁর দাবি, 'কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের জন্ম। কিন্তু আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। সেটা প্রমাণিত হতে শুরু হয়েছে।'

সাগরদিঘি উপনির্বাচনে দলের হারের পিছনে জেলা নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব অন্যতম কারণ বলে তৃণমূলের অভ্যন্তরীন রিপোর্টেই উঠে এসেছিল। পঞ্চায়েত নির্বাচনের মুখে জেলার অন্যতম সাংসদের সঙ্গে সভাপতির এমন প্রকাশ্য মতবিরোধ শাসক দলের চিন্তা এবং অস্বস্তি, দুই-ই বাড়ালো।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abu Taher Khan, Adhir Ranjan Chowdhury, Murshidabad, TMC