Suvendu Adhikari: 'বিরাট ভুল করেছি, ক্ষমা চাইছি!' কালিয়াগঞ্জের সভায় শুভেন্দুর গলায় কীসের আক্ষেপ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কালিয়াগঞ্জ: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ আসনে জয় পেয়ে চমকে দিয়েছিল বিজেপি৷ তখনও তৃণমূলেই ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই সময়ের প্রসঙ্গ টেনে এনেই এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা৷ এ দিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপি-র সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করতে শোনা যায় শুভেন্দুকে৷
কিন্তু ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা? তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর উপরে যে জেলাগুলির দায়িত্ব ছিল, তার মধ্যে অন্যতম ছিল উত্তর দিনাজপুর৷ এ দিন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, 'বিরাট ভুল করেছি, ক্ষমা চাইছি৷ ২০১৯ সালে বিজেপি ১৮ আসনে জেতার পর তৃণমূলের দোকান বন্ধ হয়ে গিয়েছিল৷ তার পরে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়- নদিয়ার করিমপুর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে৷ তখন আমি তপন দেব সিংকে কালিয়াগঞ্জ থেকে ২৩০০ ভোটে কালিয়াগঞ্জ থেকে জিতিয়েছিলাম৷ তার পর তৃণমূলের দোকান খুলেছিল৷ এর বদলা আমরা সুদে আসলে নেব৷'
advertisement
advertisement
শুভেন্দু যেমন তৃণমূলকে সাহায্য করার জন্য এখন ক্ষমা চাইছেন, সেরকমই তাঁকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে ভরসা করার জন্য একাধিকবার আক্ষেপ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷
উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের দুই বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷ এ দিন শুভেন্দু অবশ্য দাবি করেছেন, এর কোনও প্রভাব আগামী পঞ্চায়েত নির্বাচন বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পড়বে না৷ বরং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ থেকে বিজেপি অন্তত দেড় লক্ষ ভোটের লিড পাবে বলে দাবি করেছেন শুভেন্দু৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
April 12, 2023 5:57 PM IST